NIA Raid

দেশজুড়ে ৪১ জায়গায় হানা এনআইএ’র

জাতীয়

শনিবার জাতীয় তদন্ত সংস্থা (NIA) ইসলামিক স্টেটের (ISIS) ‘উগ্রবাদী ষড়যন্ত্রের’ মামলায় মহারাষ্ট্র এবং কর্ণাটক জুড়ে ৪১টি স্থানে অভিযান চালানোর সময় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা পুনের বাসিন্দা এবং তারা ইসলামিক স্টেটের সাথে যুক্ত বলে দাবী এনআইএ’র। কর্ণাটকের কিছু জায়গায় অভিযান চলছিল, অন্যদিকে মহারাষ্ট্রে, পুনে, থানে গ্রামীণ, থানে শহর এবং মীরা ভাইন্দরে অভিযান চালানো হচ্ছে।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সূত্র জানিয়েছে যে তারা এই মামলায় আন্তর্জাতিক সংযোগ এবং বিদেশী আইএসআইএস হ্যান্ডলারদের জড়িত থাকার একটি বৃহত্তর ষড়যন্ত্র উন্মোচন করেছে। তদন্ত ভারতে আইএসআইএস-এর উগ্রপন্থী মতাদর্শ প্রচারে নিযুক্ত ব্যক্তিদের একটি গোপন নেটওয়ার্ক ফাঁস করেছে
এই নেটওয়ার্কটি আইএসআইএসের নেতার প্রতি আনুগত্যের শপথ নিয়েছিল এবং তারা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে জড়িত ছিল বলে অভিযোগ এনআইএ’র।

Comments :0

Login to leave a comment