RAHUL PARBHANI

হেপাজতে নিহত আম্বেদকরপন্থীর বাড়িতে কালই যাচ্ছেন রাহুল

জাতীয়

বিচারবিভাগীয় হেপাজতে মৃত আম্বেদকরপন্থী সোমনাথ সূর্যবংশীর বাড়ি যাচ্ছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ যাবেন পার্বণীর হিংসায় নিহত বিজয় ওয়েকেড়ের পরিবারের সঙ্গে দেখা করতেও।
রাহুল গান্ধীর সফরের সূচি ঘোষণার পরপরই আসরে নেমে পড়েছে বিজেপি। 
১০ ডিসেম্বর মহারাষ্ট্রের পরভনীতে সংঘর্ষ হয়। মারাঠাওয়াড়ার এই এলাকায় বিআর আম্বেদকরের মূর্তির কাছে সংবিধানের রেপ্লিকা ছিল। জায়গাটি কাচ দিয়ে ঘেরা ছিল।   
মহারাষ্ট্রের সরকারে আসীন বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। পরভনীর ঘটনার কিছু পরই আম্বেদকর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে তোলপাড় হয়েছে। ১৮ ডিসেম্বর থেকে সংসদে কার্যত অচলাবস্থা তৈরি হয়ে যায়। 
২৩ ডিসেম্বর, সোমবার, পরভনী যাচ্ছেন রাহুল। বিজেপি নেতারা বলতে শুরু করেছেন ‘নাটক করতে এই এলাকায় যাচ্ছেন কংগ্রেস নেতা’। কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিয়ার যদিও রবিবার জানিয়েছেন যে পুলিশ হেপাজতে নিহত সোমনাথ সূর্যবংশী এবং সংঘর্ষে নিহত বিজয় ওয়াকেড়ের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। রাহুলের সফর ঘিরে উত্তেজনার সম্ভাবনা রয়েছে। 
পুলিশ হেপাজতে সূর্যবংশীর ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করতে মুখ খুলতে হচ্ছে মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশকে। বিধানসভায় তিনি বলেছেন, সিসটিভি ফুটেজ বা অন্য কোনও প্রমাণ নেই যা থেকে পুলিশী নিপীড়নের অভিযোগ তোলা যায়। ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
আম্বেদকরপন্থী বিভিন্ন অংশই কেবল নয়, সামাজিক অধিকারের পক্ষে সরব সব অংশই পুলিশ হেপাজতে সূর্যবংশীর মৃত্যুর কড়া প্রতিবাদ জানিয়েছে।  
আম্বেদকর মূর্তির কাছে সংবিধানের রেপ্লিকা এলাকায় ভাঙচুরের প্রতিবাদেই মিছিল বেরিয়েছিল পার্বণী শহরে। প্রতিবাদ মিছিল থেকে হিংসা ছড়ানোর অভিযোগে সূর্যবংশীকে গ্রেপ্তার করে পুলিশ। বিচাবিভাগীয় হেপাজতে মারা যান তিনি। 
বিভিন্ন অংশেরই দাবি, মুখ্যমন্ত্রী বেঠিক বলছেন। সূর্যবংশীর শরীরে আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্ত রিপোর্টে সেই আঘাত থেকে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment