Copa America 2024

জয় দিয়ে কোপা যাত্রা শুরু আর্জেন্টিনার

খেলা

কানাডার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে কোপা আমেরিকা যাত্রা শুরু করল আর্জেন্টিনা। ২-০ গোলে কানাডাকে হারালো মেসির টিম।
কাতার বিশ্বকাপের পরে এই প্রথম কোন বড় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচে কিছুটা ছন্নছাড়া লাগে বিশ্বজয়ী টিমকে। একের পর সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতে না হতেই ৪৯ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ইউলিয়ান আলভারেজ। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস থেকে বাঁ পায়ের তেলো দিয়ে মাটি ঘেঁষে চকিত শটে বারের কোনা দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। এরপরে ৮৮ মিনিটে মেসির দুর্দান্ত পাস থেকে ব্যবধান বাড়ান লাউটুরো মার্তিনেজ।

Comments :0

Login to leave a comment