স্বরূপনগরের ১২৭ নং বুথে ভোটারদের বাধা দেয় তৃণমূলীরা। হামলাও করে। এক মহিলার মাথায় আঘাত লেগেছে।
বনগাঁ লোকসভা কেন্দ্রে স্বীকৃত রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং নোটা রয়েছে। এই কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস, তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস এবং বিজেপির শান্তনু ঠাকুরের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
বনগাঁর গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের একটি বুথে ভোট শুরু হয়েছে দেরিতে।
নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, বনগাঁ লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১ হাজার ৯৩০। এরমধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৫৫০। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে ৫৫ কোম্পানি। কুইক রেসপন্স টিম রয়েছে ৮৮টি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের মমতা ঠাকুরকে ১ লক্ষ ১১ হাজার ৫৯৪ ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।
সকালে ভোট শুরু হওয়ার আগে থেকেই ভোটাররা বুথে অপেক্ষা করতে থাকেন। গাইঘাটার আংরাইল বিদ্যামন্দিরে ই ভি এম খারাপ থাকায় ৯টা নাগাদ ভোট শুরু হয়। ওই ব্লকেরই মানবতা প্রাথমিক বিদ্যালয়ে ই ভি এম বিকাল থাকায় ভোট শুরু হয় ৯টা ৪০ মিনিটে।
ভোটের হার ১৫ শতাংশ, প্রথম তিন ঘণ্টায়।
Comments :0