বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রথম বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী। একটি সাংবাদিক সম্মেলনে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন যে দিল্লিকে উত্তরপ্রদেশে পরিণত করবে বিজেপি। সম্প্রতি বিজেপি শাসিত উত্তর প্রদেশ রাজ্যে একাধিক জায়গায় বিদ্যুৎ সরবরাহকে কেন্দ্র করে সমস্যা তৈরি হয়েছে। যার জেরে দীর্ঘ সময় বিদ্যুৎহীন হয়ে থাকতে হচ্ছে সেখানকার মানুষদের।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ আপ নির্বাচনে হারায় চার দিনের মাথায় দিল্লির বিভিন্ন জায়গায় এই বিদ্যুতের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। যার জেরে সেখানকার মানুষদের ইনভার্টার কিনতে হচ্ছে।
তিনি অভিযোগ করেন বিজেপি দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকলেও তারা প্রশাসন চালাতে ব্যর্থ। যার জেরে সেই রাজ্য গুলিতে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। এই একই পরিস্থিতি তৈরি হবে দিল্লিতে।
অতিশীরে অভিযোগ নিয়ে মুখ খুলেছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মিথ্যা প্রচার চালাচ্ছেন এবং মানুষের মধ্যে ভয় তৈরি করছেন। তাদের অভিযোগ আপ সরকার ব্যক্তিগত সংস্থার দ্বারা দিল্লিতে বিদ্যুৎ সরবরাহের কাজ পরিচালনা করত। বিগত কয়েকদিন দিল্লির যেই জায়গা গুলিতে বিদ্যুৎ সংযোগের সমস্যা দেখা দিয়েছে সেই জায়গা গুলিতে ওই সংস্থার পক্ষ থেকে সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি পরিস্থিতি মোকাবিলা করার জন্য।
Atishi
দিল্লিকে উত্তরপ্রদেশে পরিণত করবে বিজেপি : অতিশী
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24128/67aeef40babaa_1736840156-6338.jpg)
×
Comments :0