কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্যের দুই দর্শনার্থীর। ঘটনায় জখম হয়েছেন আরও ৮ জন। নিহত ও আহতেরা উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার আমুলিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে নিহতদের নাম লক্ষ্মী চক্রবর্তী ও জিতু দাস।
জানা গেছে গাড়ি ভাড়া করে গত শনিবার দেগঙ্গা থেকে কুম্ভে গিয়েছিলেন তৃণমূল নেতা ঊজ্জ্বল দাস, তাঁর স্ত্রী জিতু দাস সহ বেশ কয়েকজন। স্নান সেরে অযোধ্যায়ও গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে বাড়ি ফেরার সময় বুধবার সকালে বিহারের সাসারাম এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় লক্ষ্মী চক্রবর্তী ও জিতু দাসের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও আটজন। পুলিশ জানিয়েছেন আহতদের নাম তৃষা দাস , ইন্দু দাস, পল্লভ ব্যানার্জি, রোশন ঘোষ, ঊজ্বল দাস, উমর ফারুক, আনসার আলি, আরেকজনের পরিচয় জানা যায়নি। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। দুইজনের অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। স্থানীয় সূত্রে জানা গেছে তৃণমূল নেতার স্ত্রী ছিলেন মৃত লক্ষ্মী চক্রবর্তী।
অন্যদিকে প্রয়াগরাজে স্নান করে ফেরার পথে ট্রেনের মধ্যে ভিড়ে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক দর্শনার্থীর। মৃত ব্যক্তির নাম রমেশ জয়সওয়াল(৪৯)। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ১১নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি ওই ব্যক্তি তাঁর এক বন্ধুর সাথে প্রয়াগরাজে যান। স্নান সেরে ১০ ফেব্রুয়ারি ফেরার পথে ট্রেনে ভিড়ের মাঝে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ট্রেনেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপর ব্যক্তির সাথে থাকা বন্ধু ফোনে পরিবারকে বিষয়টি জানালে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েন। মৃত ব্যক্তির স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। বুধবার মৃতদেহটি শিলিগুড়িতে ১১নম্বর ওয়ার্ডে নিয়ে আসা হয়। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুন্তে যাওয়ার পথে দুর্ঘটনার মৃত্যু হয়েছে হাওড়া বেলগাছিয়ার বাসিন্দা ২৫ বছর বয়সী বুবাই মাইতিরও। বুবাই তাঁর বন্ধুর সঙ্গে বাইকে কুন্তে মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে স্নানে গিয়েছিলেন। মঙ্গলবার ভোরে বিহারের ঔরঙ্গাবাদে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিলেন দুজনে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মোফাসিল থানার পুলিশ। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বুবাইকে মৃত বলে ঘোষণা করেন। বাইকটি চালাচ্ছিলেন বুবাই মাইতি নিজেই। আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর বুবাই মাইতির দেহ ছেড়ে দেওয়া হয়। বুধবার দেহ ফিরে আসে হাওড়ার বাড়িতে। গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। পরিবার সূত্রে খবর বুবাই ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অস্থায়ী কর্মী ছিলেন। বাড়িতে স্ত্রী ছাড়াও মা এবং বাবা আছেন।
Kumbh Mela
কুম্ভ থেকে ফেরার পথে রাজ্যের মৃত আরও চার
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24091/67acbc7589cf6_Road-Accident.jpg)
×
Comments :0