কসবার নস্করহাট এলাকায় এক পুকুর থেকে উদ্ধার ভিন রাজ্যের এক যুবকের দেহ। মৃতের নাম রাজু প্যাটেল বয়স ২৯ বছর। পেশায় সে ট্রাক চালক ছিলেন। স্থানীয় সূত্রের খবর ওই যুবক বিহারের পূর্ব চম্পারণ জেলার বাসিন্দা।
কলকাতায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন। শুক্রবার রাতে পুকুরে স্নান করতে যাবার নাম করে বেরিয়েছিলেন তিনি। তার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই যুবকে। আজ সকালে পুকুরে তাঁর দেহ ভাসতে দেখা যায়। পুকুরের পাড়ে পরে ছিল তাঁর জামাকাপড় ও মোবাইল ফোন। পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান জলে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে। কিন্তু এটা আত্মহত্যা না খুন তা নিয়ে প্রশ্ন রয়েছে। জলে নামার সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন কী না তা ময়নাতদন্তের পর জানা যাবে।
DEATH BODY KASBA
কসবার নস্করহাটের এক পুকুর ঠেকে উদ্ধার যুবকের দেহ

×
Comments :0