CISCE

২০২৫ এ নাও হতে পারে আইসিএসই

জাতীয় রাজ্য

২০২৫ সালে নাও হতে পারে আইসিএসই পরীক্ষা। কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী সরাসরি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসতে হতে পারে পড়ুয়াদের। সিআইএসসিই বোর্ডের সচিব জেরি অ্যারাথুন জানিয়েছে, ২০২৪ সালে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। তবে তারপরের বছর অর্থাৎ ২০২৫ সালে দশম শ্রেণির পরীক্ষা হবে কি না সেই বিষয় তিনি কোন নিশ্চয়তা দিতে পারেননি। তার কথাব শিক্ষা দপ্তর এই বিষয় সিদ্ধান্ত নেবে। শুধু পরীক্ষা নয় মুল্যায়নেও বদল আসছে বল তিনি জানিয়েছেন। তবে এই বদল এক সঙ্গে না হয়ে ধাপে ধাপে হবে বলে জানিয়েছেন সিআইএসসিই বোর্ডের সচিব।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন