KHAGENDRANATH SINHA

কমরেড খগেন্দ্র নাথ সিংহ প্রয়াত

জেলা

কমরেড খগেন্দ্রনাথ সিংহ।

সিপিআই(এম)’র প্রবীণ নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমরেড খগেন্দ্রনাথ সিংহ প্রয়াত হয়েছেন। শনিবার বেলা সোয়া বারোটায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে প্রয়াত হন তিনি। 

অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলায় সিপিআই(এম) সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন তিনি। হেমতা বিধানসভা কেন্দ্র থেকে তিনবার নির্বাচিতও হয়েছেন। পূর্বতন বামফ্রন্ট সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী ও আবাসন  দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন কমরেড খগেন্দ্রনাথ সিংহ। 

বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন তিনি। টানা ১৩ দিন হাসপাতালে চিকিৎসা চলছিল। পেশায় তিনি ছিলেন সেবাগ্রাম পল্লী পাঠাগারের গ্রন্থাগারিক।

মৃত্যুকালে বয়স হয়েছিলো ৮০।  রেখে গেলেন এক পুত্র চার কন্যাসহ গুনমুগ্ধদের।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন