Starlink Polit Bureau

স্টারলিঙ্ক’র সঙ্গে জিও-এয়ারটেল সমঝোতা বন্ধের দাবি পলিট ব্যুরোর

জাতীয়

স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চলে যাচ্ছে দুই দেশি কর্পোরেট এবং এক বিদেশি বহুজাতিকের ব্যবসায়িক জোটের হাতে। সেক্ষেত্রে এই বোঝাপড়া দেশের স্বার্থ এবং সুরক্ষার পক্ষে বিপজ্জনক হতে পারে। টেলিকম পরিষেবার ক্রেতা কোটি কোটি দেশবাসীর স্বার্থেও নামবে আঘাত।
‘স্টারলিঙ্ক’-র সঙ্গে রিলায়েন্স জিও এবং এয়ারটেলের চুক্তি সম্পর্কে এই মর্মে প্রতিক্রিয়া জানাল সিপিআই(এম) পলিট ব্যুরো। দেশের সুরক্ষা এবং সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক এই সমঝোতা বন্ধ করার দাবি জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। (আরও খবর দেখুন এই লিঙ্কে)
ধনকুবের এলন মাস্কের সংস্থা আমেরিকার ‘স্টারলিঙ্ক’-র সঙ্গে ভারতের দুই টেলিকম কর্পোরেট রিলায়েন্স জিও এবং এয়ারটেলের চুক্তির খবর প্রকাশিত হয়েছে। দুই সংস্থার তরফে এমন দাবি জানানো হয়েছে। ভারতে টেলিকম নিয়ামক প্রতিষ্ঠান ‘ট্রাই’ যদিও ‘স্টারলিঙ্ক’-র প্রস্তাব অনুমোদন করেছে কিনা তা স্পষ্ট নয়। অতীতে রিলায়েন্সে এই প্রস্তাবের বিরোধিতা করেছিল। তবে কর্পোরেটের চাপে অবস্থান বদলানোর আশঙ্কা যথেষ্ট। 
পলিট ব্যুরো বলেছে, সুপ্রিম কোর্ট অতীতে টু-জি কেলেঙ্কারি মামলায় স্পষ্ট বলেছিল যে স্পেকট্রাম বা বেতার তরঙ্গ স্বচ্ছ প্রক্রিয়ায় নিলাম হওয়া উচিত। স্টারলিঙ্ক, জিও এবং এয়ারটেলের মধ্যে বোঝাপড়া হলে তা হবে দেশের আইনের বিরোধী। স্যাটেলাইট স্পেকট্রাম তিন সংস্থার তৈরি কার্টেলের কবজায় গেলে বোঝা চাপবে টেলিকম পরিষেবা ব্যবহারকারী দেশের কোটি কোটি মানুষের ওপর। 
পলিট ব্যুরো বলেছে, স্যাটেলাইট স্পেকট্রামের ব্যবহার হওয়া উচিত সুরক্ষা সংক্রান্ত ক্ষেত্রে। প্রতিরক্ষা মন্ত্রক বা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো-র হাতে থাকা উচিত। বেসরকারি প্রতিষ্ঠানের হাতে থাকলে দেশের প্রাকৃতিক সম্পদের খুঁটিনাটি তথ্য হাতে চলে যাবে। জলবায়ু, শস্যের অবস্থা এমনকি প্রতিরক্ষা এবং সামরিক স্পর্শকাতর তথ্য বেহাত হতে পারে। আমাদের জাতীয় এবং সুরক্ষা স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। 
পলিট ব্যুরো মনে করিয়েছে যে টেলিকম পরিষেবা প্রতিটি দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইউক্রেনকে প্রাকৃতিক সম্পদ তুলে দিতে বাধ্য করার পিছনে আমেরিকা স্টারলিঙ্কের পরিষেবা বন্ধ করার হুমকি দিয়েছে। মার্কিন শর্তে রাশিয়ার সঙ্গে চুক্তিতে বাধ্য করার জন্য চাপ দিচ্ছে ইউক্রেনকে। 
পলিট ব্যুরো বলেছে একটি মার্কিন সংস্থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইট স্পেকট্রামের দখল দিয়ে দিলে মহাকাশে প্রযুক্তিতে একচেটিয়া রাজ কায়েম হওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত হবে ভারতের সুরক্ষা এবং জাতীয় সার্বভৌমত্ব।

Comments :0

Login to leave a comment