উত্তরাখণ্ডে হুমকির মুখে পড়ছেন কাশ্মীরের ছাত্রছাত্রীরা। কাশ্মীর থেকে এসে কাজ করছেন যাঁরা, হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁদেরও।
কাশ্মীরের মানুষকে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়ে শুক্রবার দেরাদুনে রাজ্য পুলিশের আইজি’র সঙ্গে দেখা করল সিপিআই(এম)’র প্রতিনিধিদল।
সিপিআই(এম) বলেছে, পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরই একাংশ সুযোগ নিতে নেমে পড়েছে। সমাজবিরোধী এবং উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন কাশ্মীরীদের লক্ষ্য করে হুমকি দিয়ে চলেছে। জঘন্য ভাষায় আক্রমণ করা হচ্ছে প্রকাশ্যে।
সিপিআই(এম) উত্তরাখণ্ড রাজ্য সম্পাদক রাজেন্দ্র পুরোহিত বলেছেন, ‘‘সোশাল মিডিয়াকে ব্যবহার করে হুমকি দেওয়া হচ্ছে। আতঙ্ক ছড়ানো হচ্ছে। ভিত্তিহীন প্রচার চলছে। ফলে সরকার এবং পুলিশকে নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। কাশ্মীরীরা যাতে নিরাপদে থাকতে পারেন তা নিশ্চিত করতে হবে।’’
গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগামের কাছে বৈসরনে সন্ত্রাসবাদী হামলায় ২৮ জন নিহত হয়েছে। পর্যটকদের ওপরই হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা। তাঁদের রক্ষা করতে গিয়ে স্থানীয় ঘোড়াচালক সৈয়দ আদিল হুসেন শাহ নিহত হয়েছে। খবর পেয়ে ছুটে এসে সেনা বা নিরাপত্তা বাহিনী আসার আগে আহতদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারাই। কিন্তু একাংশ কাশ্মীরী এবং মুসলিমদের বিরুদ্ধে দেশজুড়ে প্রচার চালাচ্ছে। আক্রমণের কেন্দ্রে এনে ফেলেছে ধর্মনিরপেক্ষতা এবং সংবিধানকে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সিপিআই(এম)।
পুরোহিত জানিয়েছেন যে পুলিশের আইজি আনন্দ ভারানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
Uttarakhand CPI-M
কাশ্মীরীদের হুমকি উত্তরাখণ্ডে, নিরাপত্তার দাবিতে পুলিশের কাছে সিপিআই(এম) নেতৃবৃন্দ

×
Comments :0