Nadia FIR CPIM

শুভেন্দু-হুমায়ুন, দু’জনের বিরুদ্ধেই পলাশী থানায় অভিযোগ দায়ের সিপিআই(এম)’র

রাজ্য জেলা

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বক্তব্যের প্রতিবাদে সব থানায় এফআইআর দায়েরের সিদ্ধান্ত জানিয়েছে সিপিআই(এম)। নদীয়ার পলাশী থানায় সিপিআই(এম)  অভিযোগ অভিযোগ জানিয়েছে বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে। দু’জনের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। 
বিধানসভার চলতি অধিবেশনে জনতার জীবন জীবিকার বিষয় বাদ দিয়ে বিরোধী দল বিজেপি চড়া সুরে ধর্মীয় মেরুকরণের কর্মসূচি নিয়েছে। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম বলেছেন, রাজ্যের আলু চাষিরা দাম পাচ্ছেন না। ফসল রাস্তায় ফেলে প্রতিবাদ জানাচ্ছেন। তা নিয়ে বিধানসভায় কোন আলোচনা নেই। রাজ্যের যুবরা কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন। রাজ্যের সরকার বিপুল ধার করছে। বিধানসভায় এসব নিয়ে আলোচনা হওয়ার কথা। তার বদলে কে কত ধর্মপ্রাণ তা প্রমাণ করতে ব্যস্ত বিজেপি এবং তৃণমূলের নেতারা। 
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলার হুমকি দিয়েছেন। তার পাল্টা শুভেন্দু কে বিধানসভার ভেতরেই দেখে নেওয়ার হুমকি দিয়েছেন হুমায়ুন কবির। প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা এখন এ রাজ্যে দু’দলের সমন্বয় মূলক মেরুকরণের কৌশলে পরিণত হয়েছে। জনতার জীবনী জীবিকা গণতান্ত্রিক অধিকার সংক্রান্ত প্রশ্নগুলো বাদ দিয়ে বিধানসভায় মেরুকরণে রাজনীতির তীব্র প্রতিবাদ জানিয়েছে বামপন্থীরা। 
সেলিম প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও। সংবিধান বা দেশের আইন অনুযায়ী বিদ্বেষ মূলক মন্তব্য করা যায় না। শুভেন্দু অধিকারী এমন মন্তব্য করার পরেও পুলিশ নিষ্ক্রিয় কেন এ প্রশ্ন তুলেছেন তিনি। এই পুলিশই ন্যায় বিচারের দাবিতে বা গণতান্ত্রিক অধিকারের পক্ষে আন্দোলনরতদের হেনস্তা করে নিয়মিত, মনে করিয়েছেন তিনি। 
পলাশী থানায় দায়ের অভিযোগে সিপিআই(এম) বলেছে দুজনেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বক্তব্য রাখছেন। তা দেশের সংবিধান এবং সংস্কৃতির পরিপন্থী। আইন অনুযায়ী এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। 
পলাশী থানায় অভিযোগ জানিয়েছেন সিপিআই(এম) নদিয়া জেলা সম্পাদকমন্ডলী সদস্য দেবাশিস আচার্য, দেবগ্রাম এরিয়া কমিটির সম্পাদক হাফিজুল কাদের, পলাশী এরিয়া কমিটির সম্পাদক অজয় সরকার।

Comments :0

Login to leave a comment