রাজ্যের পুলিশের বিরুদ্ধে রবিবার মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালেন বাম গণ সংগঠনের কর্মীরা। মন্তেশ্বর এরিয়া কমিটির এলাকার সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন, সিআইটিইউ, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন প্রভৃতি সংগঠনের উদ্যোগে এদিন মন্তেশ্বর হাসপাতাল মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিল কামারশাল মোড়, মাছের বাজার প্রভৃতি এলাকা পরিক্রম শেষে মন্তেশ্বর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ শুরু হয়। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর সাধারণ মানুষের অসুবিধা কথা মাথায় রেখে অবরোধ তুলে নেওয়া হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সাধনকুমার দাস, ওসমানগনি সরকার, ধনঞ্জয় সামন্ত, আবু তাহের শেখ, অনুপম ঘোষ প্রমূখ। ওসমান গনি সরকার বলেন, গত ১৩ ফেব্রুয়ারি বহরমপুরে আইন অমান্য কর্মসূচিতে অংশগ্রহণ করে পুলিশি বর্বরতায় শহীদ হন ক্ষেতমজুর আনারুল ইসলাম। সন্দেশখালিকাণ্ডের খলনায়ক শাহজাহান শেখকে গ্রেপ্তার না করে তাকে আড়াল করছে এই রাজ্যের পুলিশ। অথচ মিথ্যা মামলায় ক্ষেতমজুর আন্দোলনের নেতা তথা সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে গ্রেপ্তার করেছে। বর্তমানে এ রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এর প্রতিবাদেই আমাদের এই আন্দোলন। পুলিশ নিরপেক্ষ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। যত দিন যাবে আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে।
CPIM Protest
পুলিশি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ মন্তেশ্বরে
×
Comments :0