শম্ভুচরণ নাথ: আলিপুরদুয়ার
বিদ্যুতের অতিরিক্ত মাশুল বাতিল করতে হবে। তিন মাস পর নয়, মিটারের রিডিং নিতে হবে প্রতি মাসে।
জনতার প্রতিদিনের জীবনে জড়িত এই দাবিতেই মিছিল করল সিপিআই(এম)। শুক্রবার মোট ছয় দফা দাবিতে মিছিল করে মেজবিল কাস্টমার কেয়ার ইউনিটে জমা দেওয়া হয় স্মারকলিপিও। জেলাশাসক এবং বিদ্যুৎ দপ্তরে পৌঁছে দেওয়া হচ্ছে এই দাবি।
আগে থেকে সময় নেওয়া হলেও শুক্রবার নির্দিষ্ট সময়ে কার্যালয় বন্ধ ছিল। গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। কাস্টমার কেয়ার ইউনিটের সামনেই দাবি সনদ লিখিত ব্যানার নিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে। তারপর আলিপুরদুয়ার ফালাকাটা জাতীয় সড়ক অবরোধ করা হয়। এক ঘন্টা ধরে অবরোধের মধ্যে বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা গুরুদেব বর্মন, তপন বর্মন, অরবিন্দ রায়।
জাতীয় সড়ক অবরোধের ফলে যানজটের হয়। সোনাপুর ফাড়ির পুলিশ এবং বিদুৎ দপ্তরের কর্মীরা সেখানে হাজির হতে বাধ্য হন। আলোচনায় বসার আশ্বাসও দিতে হয়। বিদ্যুৎ দপ্তরে স্মারক লিপি দেওয়া হয়।
সিপিআই(এম) নেতৃবৃন্দ বলেন, ‘‘বিদ্যুতের চাহিদা বাড়ছে। আর লাফিয়ে বাড়ছে বিদ্যুতের বিলও। এ রাজ্যের মানুষকে বিদ্যুতের বাড়তি মাশুল দিতে হচ্ছে। তার জন্য দায়ী কেন্দ্র ও রাজ্য সরকার। আবার বিদ্যুতের বিল বিল দিতে দেরি হলে সংযোগ বিছিন্ন করে দিচ্ছে।
এদিন অতিমাত্রায় লোডশেডিং বন্ধ করা, উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ পরিষেবার দাবিও জানানো হয়। স্মার্ট মিটার বাতিল করার দাবিও জানানো হয়েছে।
Comments :0