Bus Catch Fire

কোচবিহারে বাসে আগুন

জেলা

দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার বিকেলে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার শহরের বীরেন্দ্রচন্দ্র দে সরকার বেসরকারি বাস টার্মিনাসে।
কোচবিহার-বক্সিরহাট রুটের এই বেসরকারি বাসটি এদিন বিকেল নাগাদ বক্সিরহাট থেকে কোচবিহারে আসার পর এই স্ট্যান্ডে এসে দাঁড়ায়। এরপর হঠাৎই বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এই বাসস্ট্যান্ডে উপস্থিত সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বাসটিতে এই সময়  চালক, কন্ডাক্টর বা কোন যাত্রী না থাকায় কোনরকম হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও কোচবিহার দমকল বিভাগের একটি ইঞ্জিন। প্রাথমিক অনুমান শর্ট-সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাসটিতে।
এই প্রসঙ্গে বাসের চালক স্বপন দাস এদিন জানান, ‘‘যাত্রী নামিয়ে বাসটিকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে তিনি বাইরে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক এই সময় বাসটিতে আগুন দেখতে পান তিনি। এরপর তাঁর চিৎকারে আশপাশ থেকে ছুটে আসেন সকলে এবং সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল বাহিনী।
 

Comments :0

Login to leave a comment