বারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিদিনের মতো সাঁতার শিখতে এসেছিল সাত বছরের প্রতীক বিশ্বাস। কিন্তু বুধবার আর বাড়ি ফেরা হলো না সাত বছরের এই শিশুর।
সাঁতার কেন্দ্রের পুল থেকে জল থেকে উঠছিল না প্রতীক। বেশ খানিকক্ষণ কেটে যাওয়ায় অভিভাবকরা শুরু করেন খুঁজতে। প্রশিক্ষণ কেন্দ্রের পুকুর থেকে অচেতন অবস্থায় পাওয়া যায় ছোট্ট প্রতীককে। কাছের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শোকের পাশাপশি দানা বাঁধে বিক্ষোভও। প্রশিক্ষণ কেন্দ্রে সাঁতার কাটতে নেমে তলিয়ে যায় কী করে, প্রশ্ন তুলছেন অভিভাবকরা।
বারাকপুরের বটতলা এলাকার বাসিন্দা প্রতীকের পরিবার। ঘটনার পর বিক্ষোভ শুরু হয় সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে। অবরোধ করা হয় বারাকপুর-বারাসত রোড। টিটাগড় থানার পুলিশ এসে অবরোধকারী অভিভাবকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়।
সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হন বারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস। তিনিই আবার এই বারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের সভাপতি। অভিভাবকদের ক্ষোভের মুখে পড়েন চেয়ারম্যানও।
আপাতত সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধ রাখা হবে বলেও ঘোষণা করেন চেয়ারম্যান।
CHILD DEATH DROWING
বারাকপুরে সাঁতারের স্কুলেই তলিয়ে মৃত্যু শিশুর, বিক্ষোভ
×
Comments :0