সাতের দশক ছিল উত্তাল আবহের মধ্যে আশাবাদের এক সন্ধিক্ষণ। হাজারো ঝড়ের মধ্যে প্রত্যয় নিয়ে লড়াইয়ের অদম্য জেদ দেখা গিয়েছিল তখনকার প্রজন্মের মধ্যে। কমরেড মানব মুখার্জি সেই প্রজন্মেরই একজন ছিলেন। পরবর্তী সময়েও তাঁর আচরণ, রাজনৈতিক কাজ ও ব্যক্তিজীবনেও আমরা সেই আশাবাদের প্রতিফলনকে লক্ষ্য করেছি। শুক্রবার রাজ্যের ছাত্র-যুব আন্দোলনের প্রথম সারির নেতা, সিপিআই(এম)’র রাজ্য সম্পাদকমন্ডলীর প্রাক্তন সদস্যপ্রয়াত কমরেড মানব মুখার্জির স্মরণে আয়োজিত সভায় একথা বলেছেন সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
এদিন সিপিআই(এম) কলকাতা জেলা কমিটি এই স্মরণ সভার আয়োজন করে। জেলা দপ্তর প্রমোদ দাশগুপ্ত ভবনে আয়োজিত এই সভায় মহম্মদ সেলিম ছাড়াও স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন সভাপতি পার্টি কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, পার্টির রাজ্য কমিটির সদস্য রুপা বাগচী, কলকাতা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গৌতম গাঙ্গুলি। কমরেড মানব মুখার্জির পরিবারের পক্ষে স্মৃতিচারণা করেন তাঁর স্ত্রী ঈশিতা মুখার্জি।
সেলিম বলেন, বামপন্থীরা এরাজ্যে সরকারে থেকেও স্বৈরাচার, ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে লড়াই করে মানুষের জীবন জীবিকার অধিকারকে রক্ষা করায় সচেষ্ট ছিলেন। এসব লড়াইতে কমরেড মানব মুখার্জির একাটা উল্লেখযোগ্য ভুমিকা ছিল। মানব মুখার্জি ছিলেন সুলেখকও। তুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার ক্ষেত্রও তাঁর ভুমিকা যথেষ্ট। কমরেড মানব মুখার্জি একজন বড় মাপের কবি, লেখকও। কল্লোল মজুমদার স্মৃতিচারণায় তুলে ধরেন ছাত্র যুব আন্দোলনে তাঁর ভুমিকা, একজন দক্ষ সংগঠক হিসেবে তাঁর বিভিন্ন কাজের কথা।
Comments :0