Delhi Pollution

টানা তৃতীয় দিন দূষণে জেরবার দিল্লি

জাতীয়

বুধবার থেকে পরপর টানা তৃতীয় দিন ধোঁয়াশার চাদরে ঢাকা থাকল রাজধানী দিল্লি। ধোঁয়ার আস্তরণে ঢেকে রয়েছে গোটা আকাশ। দূষণে ঢেকেছে তাজমহলও। রাজধানীর ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ বা একিউআই এদিন ছিল ৪৯৮ যা মারাত্মক পর্যায়ের মধ্যেই পড়ছে। দিল্লি হল বিশ্বের দ্বিতীয় দূষিত শহর, পাকিস্তানের লাহোরের পরে ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ ৭৭০ সকাল ৭ টায় রেকর্ড করা হয়েছে।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমীর অ্যাপ অনুসারে শুক্রবার সকালে দিল্লির শীর্ষ পাঁচটি দূষিত এলাকা দিল্লির আনন্দ বিহারে সেখানে বাতাসের গুণগত মান ছিল ৪৪১। জাহাঙ্গীরপুরি ৪৫৯, বাওয়ানা ৪৫৫, ওয়াজিরপুর ৪৫৫, রোহিনী ৪৫২, এবং পাঞ্জাবি বাগ ৪৪৩। অপ্রয়োজনীয় নির্মাণ এবং ভাঙাভাঙির কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাস চলাচলের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। ডিজেল চালিত গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। বুধবার থেকেই দিল্লিতে দূষণ মাত্রাতিরিক্ত বেড়েছে। ধোঁয়াশা এমনভাবে ঘিরে ধরেছে যে দৃশ্যমান্যতা মারাত্মক কমে যায়। বাতাসে ধুলোকণা বাড়তে থাকায় শ্বাসকষ্টের সমস্যাও শুরু হয়েছে অনেকাংশে। ধোঁয়াশার কারণে কম দৃশ্যমানতা ভারত জুড়ে ফ্লাইট এবং রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। অমৃতসর আসা-যাওয়ার বেশ কিছু ইন্ডিগো ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লি এবং দরবাঙ্গা থেকে স্পাইসজেটের অনেক ফ্লাইট দেরিতে চলছে। বিভিন্ন ট্রেন দুই ঘণ্টা দেরিতে চলছে। নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে ২৫টিরও বেশি ট্রেন আসতে দেরি করছে। শিশুদের যাতে শারীরিক সমস্যা না হয় সেইজন্য দিল্লির সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছ। আগামী কয়েক দিন অনলাইনে চালু থাকবে পঠনপাঠন। এদিন সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য অনলাইন ক্লাস "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত" অব্যাহত থাকবে।
দিল্লিতে ক্রমবর্ধমান দূষণ এবং তা প্রতিরোধে কড়া পদক্ষেপের নির্দেশের আরজি জমা পড়েছে সুপ্রিম কোর্টে। জরুরি ভিত্তিতে সেই মামলা গ্রহয় করেছে শীর্ষ আদালত। আগামী সোমবার শুনানি বসবে বিচারপতি অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জের বেঞ্চে। প্রবীণ আইনজীবী অপরাজিতা সিং শীর্ষ আদালতে বলেছেন,  ‘বুধবার থেকে দিল্লির দূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। দিল্লি যাতে বিশ্বের সবথেকে দূষিত রাজ্যের তকমা না পায়, সেদিকে আমাদের নজর দেওয়া উচিত।’

Comments :0

Login to leave a comment