TRUMP ELON MUSK

এলন মাস্কের জন্য নতুন দপ্তর খুলছেন ট্রাম্প

আন্তর্জাতিক

মহাধনী প্রচারসঙ্গী এলন মাস্কের জন্য নতুন দপ্তর খুললেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ‘টেসলা’ এবং ‘স্পেসএক্স’ প্রধানকে ‘সরকারি দক্ষতা’ নামে একটি দপ্তরে। 
আমেরিকার সংবাদমাধ্যম জানাচ্ছে, নতুন দপ্তরটির কাজ হবে ব্যবসায়িক ক্ষেত্রে চালু বিভিন্ন নিয়ন্ত্রণ খারিজ করা। একচেটিয়া বহুজাতিক ব্যবসায়িক সংস্থাগুলির ওপর নজরদারির সুযোগও খারিজ করা। এই দপ্তরের কাজে মাস্কের ব্যবসায়িক যোগাযোগকে ব্যবহার করতে আগ্রহী রাষ্ট্রপতি পদে নির্বাচিত ট্রাম্প।
ট্রাম্প নির্বাচিত হলেও এখনও দায়িত্ব নেননি। তবে তাঁর প্রধান সহযোগীদের বাছাই শুরু করেছেন। তাতেই চাঞ্চল্য ছড়াচ্ছে যথেষ্ট। 
ট্রাম্প যদিও বলেছেন, মাস্কের দপ্তরের কাজ হবে ‘‘সরকারের বাইরে থেকে পরামর্শ দেওয়া’‘। তবে তা কিভাবে সম্ভব হবে দেখা যাবে কাজ শুরু হলে। 
এলন মাস্ক সোশাল মিডিয়া টুইটারেরও মালিক। টুইটারকে মার্কিন নির্বাচনে ব্যাপক মাত্রায় ব্যবহারও করা হয়েছে রিপাবলিকান প্রার্থীর প্রচারে। মাস্ককে সম্ভবত বিবেক রামস্বামীর সঙ্গে যৌথভাবে নতুন দপ্তরের দায়িত্ব দেওয়া হবে।
অতি দক্ষিণপন্থীদের সমর্থক ফক্স নিউজের অ্যাঙ্কর পিট হেগসেথকে ট্রাম্প বসাচ্ছেন প্রতিরক্ষা সচিবের পদে। এর আগে সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নোয়েমকে অভ্যন্তরীন নিরাপত্তার দায়িত্বে বসানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এই নোয়েমকে ঘিরে কিছুকাল আগে খবর হয় নিজের পোষা কুকুরকে গুলি করে মেরে ফেলার জন্য। নোয়েম নিজেই তা জানিয়েছিলেন। বলেছিলেন যে কুকুরটিকে বাগ মানানো যাচ্ছিল না, অবাধ্য। তাই নিজেই গুলি করে মেরেছেন! তবে ভোটের আগে হইচই হওয়ায় ট্রাম্পের এই সহযোগী জানান যে বিষয়ঠি সম্পর্ক বহু ‘মিথ্যা সংবাদ’ পরিবেশন করা হয়েছে। 
এই ক্রিস্টি নোয়েমের হাতেই থাকবে অবৈধ ঘোষিত অভিবাসীদের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ভার। সন্ত্রাবাদ রোধ, সাইবার সুরক্ষার মতো বিষয়ও থাকবে নোয়েমের হাতেই। 
এর আগেই ইজরায়েলের রাষ্ট্রদূত পদে মাইক হাকাবিকে বেছে নিয়েচিলেন ট্রাম্প। এই হাকাবি একসময় বলতেন, ‘প্যালেস্তাইন বলেই কিছু নেই’। প্যালেস্তাইনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি তো দূর, ইজরায়েলের জায়নবাদী অতি দক্ষিণপন্থী স্বরের প্রতিনিধি হাকাবি।

Comments :0

Login to leave a comment