চীনের ঝুহাই শহরের এক ক্রীড়া কেন্দ্রে গাড়ির ধাক্কায় ৩৫ জনের মৃত্যু হয়েছে ও অন্তত ৪৩ জন আহত হয়েছে। জানা গেছে ৬২ বছরের এক লোক ওই গাড়ির চালক ছিলেন। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এটি নিছকই দুর্ঘটনা না পরিকল্পিত হামলা তা স্পষ্ট ভাবে জানা যায়নি। চীনের সেনাবাহিনীর আয়োজিত এয়ার শোয়ের আগের দিনই এই ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্টে বলা হয়েছে ওই চালকের নাম 'ফ্যান'। ঝুহাইয়ের এই ক্রীড়া কেন্দ্রে বহু মানুষ নিয়মিত আসেন। সেখানে তাঁরা জগিং করেন ফুটবল খেলেন। আপাতত এই ক্রীড়া কেন্দ্রটি বন্ধ আছে। ঘটনার পর শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। চীনে এই রকম একাধিক ঘটনা দেখা যাচ্ছে। যেখানে সাধারণ মানুষকে আক্রমণ করা হচ্ছে।
careless car in China
বেপরোয়া গাড়ির ধাক্কায় চীনে মৃত ৩৫
×
Comments :0