প্রবন্ধ
পৃথিবীর শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ব্রিজ
তপন কুমার বৈরাগ্য
মুক্তধারা
পৃথিবীর শ্রেষ্ঠ দৃষ্টি নন্দন ব্রিজ সিডনি হারবার ব্রিজ।
এই ব্রিজটা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্সের রাজধানী
সিডনি শহরে অবস্থিত।সিডনি শহরের উপর দিয়ে দশটা
নদী বয়ে গেছে।যাদের মধ্যে উল্লেখযোগ্য প্যারামাট্টা নদী।
যেটা সিডনির সেরা জলপথ।নদীটা প্রশান্ত মহাসাগরে পতিত
হয়েছে।যার জন্য এই নদীর জল সারা বছর নীল থাকে।
রাজ্য সরকারের মালিকানায় এই নদীর উপর গড়ে
উঠেছে সিডনি হারবার ব্রিজ। এই ব্রিজের ইতিহাস বেশিদিনের
নয়। আজ থেকে ৯২বছর আগে এই ব্রিজের উদ্বোধন হয়।
ব্রিজটার দৈর্ঘ্য ১হাজার ১৪৯মিটার।এর উচ্চতা ৪৪০ফুট।
এই ব্রিজটার প্রস্থ ১৬০ফুট।প্রায় ৫হাজার লোক পরিশ্রম
করে এই ব্রিজটা তৈরি করেন।১৯২২ সালে এই ব্রিজের
কাজ শুরু হয়।দশ বছর পরিশ্রম করে এই ব্রিজ নির্মাণ
করা হয়। ১৯৩২ খ্রিস্টাব্দের ১৯শে মার্চ এই ব্রিজের
শুভ উদ্বোধন হয়।বহু কোটি টাকা ব্যয় করে এই ব্রিজ নির্মাণ
করা হয়।এই ব্রিজের আর একটা নাম কোট হ্যাঙ্গার। এই
ব্রিজ তৈরি করতে গিয়ে বেশ কিছু মানুষের মৃত্যুও হয়।
প্যারামাট্টা নদী আজ থেকে প্রায় ২৯ মিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে।
সিডনি শহরের পশ্চিম থেকে পূর্বদিকে এই নদী প্রবাহিত।
সিডনির মহিমা বাড়িয়ে দিয়েছে এই হারবার ব্রিজ।
এতো সুন্দর ব্রিজ পৃথিবীতে আর কোথাও নেই। ব্রিজের
বিভিন্ন জায়গায় ওঠা যায়।পর্যটকদের ওঠার জন্য সুন্দর
ব্যবস্থা আছে।পর্যটকদের চিকিৎসারও সুন্দর ব্যাবস্থা আছে।
এই ব্রিজের চূড়া থেকে সারা সিডনি শহরকে সুন্দরভাবে
দেখা যায়।এটি স্টিল দিয়ে তৈরি আর্চ ব্রিজ।এই ব্রিজের উপর
দিয়ে রেলপথ ,সড়কপথ,সাইকেল চালানো, হাঁটা
সবরকম ব্যবস্থা আছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক
এই ব্রিজ দেখতে আসেন। প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে
প্রায় দু'লাখ যানবাহন চলাচল করে।দিনে সূর্যের আলোয়
এই ব্রিজের এক রূপ ,আবার রাতে রঙিন আলোয় এ ব্রিজ
অপরূপা হয়ে ওঠে।
ইংরেজির নববর্ষে এই ব্রিজ অপূর্ব সুন্দরভাবে সেজে ওঠে। তখন এখানে আতসবাজির নানা খেলা দেখানো হয়।যা দেখতে পৃথিবীর সব দেশের পর্যটকরা এখানে আসেন।বহু মানুষের মিলনে এ যেন
এক মিলনক্ষেত্র হয়ে ওঠে।
Comments :0