Cooperative Maldaha

সমবায়ে ‘থ্রেট কালচার’ প্রতিরোধে চলবে লড়াই, বার্তা মালদহে

জেলা

বিগত দিনে সময়মতো যে নির্বাচন হতো এখন তা হয় না। ফলে  সমবায় ব্যবস্থা গুরুত্ব হারাচ্ছে। ৭১ তম সমবায় সপ্তাহ পালনের সঙ্গেই উচ্চারিত হলো এই বিপদবার্তা।
সমবায় ঘিরে রাজ্য এবং কেন্দ্রের সরকারের উদাসীনতায় ক্ষোভ জানিয়েছে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ। সমবায় ঘিরেও চলছে দখলদারি। লড়াই করে প্রতিদ্বন্দ্বিতা করার বার্তাও দেওয়া হয়েছে কর্মসূচি থেকে। 
পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের মালদহ জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার মনোরঞ্জন রায় ভবনে পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭১তম অখিল ভারত সমবায় সপ্তাহ পালন শুরু হয়েছে।
এদিন পতাকা উত্তোলন করেন মঞ্চের জেলা সভাপতি স্বপন দাস। শহীদ বেদীতে মাল্যদানের পর শুরু হয় আলোচনা সভা। প্রারম্ভিক ভাষণ দেন জেলা সম্পাদক সুধীর ঘোষ। এরপর মুখ্য আলোচক সমবায় আন্দোলনের বিশিষ্ট কর্মী প্রবীর লাহিড়ীও বক্তব্য রাখেন। তিনি বলেন, রাজ্যে পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে সমাজে সমবায় রাজ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর রাজ্যের নীতিতে সমবায় ব্যবস্থা গুরুত্ব হারিয়ে ফেলেছে। সমবায় সংস্থা এখন রাজ্যের শাসক দলের নিয়ন্ত্রিত। আজকে যে সমবায় সপ্তাহ পালন হচ্ছে তাতে সাধারণ সদস্যদের কোন গুরুত্ব নেই। 
তিনি বলেন, বিগত দিনে সময়মতো নির্বাচন হতো সমবায়ে। এখন তা হয় না। ফলে সমবায় ব্যবস্থা গুরুত্ব হারাচ্ছে। কেন্দ্রের সরকারও সমবায় নিয়ে উদাসীন।
ভাষণ দেন জেলাস্তরে নেতা সুধীরঞ্জন চৌধুরী ও রাজ্য কমিটির সদস্য রণজিৎ চক্রবর্তী। তাঁরা বলেন, রাজ্যে সমবায় নির্বাচন কার্যত আটকে রাখা হয়েছে। কোথাও ‘থ্রেট কালচার’ প্রয়োগ করে সমবায় দখল করছে। তবে রাজ্যে বেশ কিছু জায়গায় সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা হুমকি উপেক্ষা করে জয়ী হয়েছেন। সামনে এই জেলাতেও বেশ কিছু সমবায়ে নির্বাচন। অগ্রণী ভূমিকা নিতে হবে।

Comments :0

Login to leave a comment