ISRAEL GAZA

পালটা হানা হেজবোল্লার, রকেট পড়ল ইজরায়েলের সেনাঘাঁটিতে

আন্তর্জাতিক

লেবাননে টানা হামলা চালাচ্ছে ইজরায়েল। পালটা হানায় ইজরায়েলের উত্তর অংশে পরপর রকেট ছুঁড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লা। 
ইজরায়েলের সেনা জানিয়েছে হেজবোল্লার রকেটে ২ জনের মৃত্যু হয়েছে। 
আমেরিকার নিউ ইয়র্ক টাইমস পত্রিকা জানাচ্ছে ইরানে ইজরায়েলের হামলার ছক ফাঁস করায় দেশের এক আধিকারিককে গ্রেপ্তার করেছে এফবিআই। গুপ্তচর বৃত্তি রোধ আইনে ওই আধিকারিককে গ্রেপ্তার করেছে আমেরিকার তদন্ত সংস্থা এফবিআই। 
হেজবোল্লা আবার বিবৃতিতে বলেছে যে কোনও বসতি এলাকায় রকেট হামলা এদিন চালায়নি তারা। নাহারিয়ায় ইজরায়েল সেনার ১৪৬ ডিভিসনের দপ্তর লক্ষ্য করে রকেট এবং ড্রোন ছোঁড়া হয়েছিল। হামলা সফল হয়েছে। 
এদিকে মার্কিন বিদেশসচিব অ্যন্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজায় ইজরায়েল যে লক্ষ্য নিয়ে সেনা পাঠিয়েছিল তা অর্জিত। এবার গাজায় যুদ্ধ থামানো উচিত ইজরায়েলের। 
লেবানন এবং প্যালেস্তাইনের গাজায় সমান্তরাল আক্রমণ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। বিশ্বের বিভিন্ন অংশই বলছে যে আমেরিকা এবং পশ্চিমী বিশ্বের মদতেই এই হানাদারি চালাচ্ছে ইজরায়েল। 
লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে দহেত আরমউনে ইজরায়েলের হানায় নিহত হয়েছেন ৬ নাগরিক।

Comments :0

Login to leave a comment