শিয়ালদা বনগাঁ শাখায় অবরোধ নিত্যযাত্রীদের, আপ ও ডাউনে বিঘ্নিত ট্রেন চলাচল। শুক্রবার সকাল সাড়ে ৭ টা নাগাদ রেল লাইনের উপর দাঁড়িয়ে পড়ে অবরোধ শুরু করেছেন নিত্যযাত্রীরা। শিয়ালদহ বনগাঁ শাখার আপ এবং ডাউন ট্রেন দাঁড়িয়ে পড়ে। অফিস টাইমে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। যদিও শুক্রবার সরকারি ছুটি থাকায় কিছুটা স্বস্তিতে সাধারণ যাত্রীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ বনগাঁ-মাঝেরহাট লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। সেই কারণেই তাদের সময়মতো গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়তে হচ্ছে।
রেল কর্তৃপক্ষ খামখেয়ালি সিদ্ধান্তের মাশুল দিতে হচ্ছে নিত্যযাত্রীদের। সেই কারণেই এই অবরোধ বলে জানাচ্ছেন বিক্ষোভকারীরা। যদিও দত্তপুকুর, বারাসত থেকে আপ ও ডাউন ট্রেন চলাচলে কোন প্রভাব পড়েনি একদিনে এই অবরোধে। যদিও রেল প্রসাশনের তৎপরতায় অবরোধ উঠে যায় সকাল পৌনে ১০ টা নাগাদ। যাত্রী বিক্ষোভে অফিস টাইমে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
Comments :0