MAIDAN PROTEST

ভোটের প্রচারে ক্লাবকর্তারা কেন ? প্রতিবাদ সমর্থকদের , দাবি 'তিলোত্তমা' বিচারেরও

কলকাতা

মঙ্গলবার ময়দানে সমর্থকরা। ছবি: অচ্যুৎ রায়

ভোটের রাজনীতিতে খেলার মাঠকে জড়ানোর প্রতিবাদ জানালেন সমর্থকরা। 
আরজি করে ধর্ষিত-নিহত চিকিৎসকের বিচারের দাবিতে বারবার নামছেন কলকাতার তিনি প্রধানের সমর্থকরা। নামছেন ক্রীড়ামোদীরা। শঙ্কিত সরকারে আসীন তৃণমূল। ভোটপ্রচারে ক্লাবকর্তাকে প্রার্থী করাই শুধু নয়, ভোটের প্রচারে নামানো হচ্ছে ক্লাবকর্তাদের। 
তারই প্রতিবাদ হলো মঙ্গলবার। ময়দানে গোষ্ঠ পাল মূর্তির নিচে ‘তিলোত্তমা’-র বিচারের দাবিতে সরব হয়েছিলেন তিন প্রধানের সমর্থকরা। গত ৯ আগস্ট আর জি করে ঘটে যাওয়া মহিলা চিকিৎসকের ধর্ষণ হত্যার বিচার চেয়ে প্রতিবাদ এখনো চলছে পুরো মাত্রায়। 
এদিনও ময়দানে প্রতিবাদী ব্যানারে উঠেছে সেই বিচারের দাবি। প্ল্যাকার্ডে লেখা হয়েছে, ‘আমাদের শপথ রাজনীতি মুক্ত ময়দান’।   গত ১৮ আগস্ট বিচারের দাবিতে ও ডার্বি ম্যাচ বাতিলের বিরুদ্ধে সল্টলেক স্টেডিয়ামের সামনেই প্রতিবাদে একত্রিত হয়েছিলেন তিন প্রধানের সমর্থকরা। পুলিশের হেনস্তার মুখেও পড়তে হয়েছিল তাঁদের। 
এদিন গোষ্ঠ পাল মূর্তির কাছে প্রতিবাদে অংশ নেন তিন প্রধানের সমর্থকরাই । ময়দানকে রাজনীতি মুক্ত করতেই এই প্রতিবাদ। সকলকে নিয়ে একটা যৌথ মঞ্চ গঠন করা হয়। যার নাম 'তিলোত্তমার পাশে ময়দান '। একে একে বক্তব্য রেখেছেন সমর্থকরা। প্রতিবাদে অংশ নেন এসএফআই’র সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাসও

Comments :0

Login to leave a comment