পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার বিকালে আমতা থানা এলাকার উদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে। গ্রামবাসীরা বেশ কিছুক্ষণ বালতি, হাঁড়ি সাথে নিয়ে বাগনান-আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে বিক্ষোভ উঠে যায়।
জানা গেছে, আমতা ফতেপুর গ্রামের মানুষেরা বেশ কিছুদিন ধরে পানীয় জল পাচ্ছেন না। প্রায় দেড় হাজার পরিবার পানীয় জলের সংকটে ভুগছে। এ ব্যাপারে বারেবারে উদং ১নং গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানানো হলেও প্রশাসনের কেউ কর্ণপাত করছে না।
বাসিন্দারা বলছেন, আগে পুরানো লাইনে কিছুটা জল পাওয়া যেত। কিন্তু নতুন পাইপ লাইন পাতার জন্য পুরানো লাইনের সংযোগ বিছিন্ন করে দেওয়া হয়। তারপরে নতুন লাইনে পানীয় জল দেওয়া হলেও বেশ কিছুদিন সেই পাইপ লাইন দিয়ে আর জল দেওয়া হচ্ছে না। ফলে চরম পানীয় জল সংকটে ভুগছে ফতেপুর গ্রামের বাসিন্দারা। পানীয় জলের জন্য হাহাকার করছে গোটা গ্রাম। গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়ে বলেন যে অবরোধ করার পরও প্রশাসনের টনক না নড়লে তাহলে আগামীদিনে গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও হবে।
উদং ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা মান্না গ্রামবাসীদের পানীয় জলের সংকটের কথা স্বীকার করে বলেন, কয়েকদিনের মধ্যে জলের সমস্যা মিটে যাবে।
Amta Water Agitaion
মিলছে না পানীয় জল, বালতি-হাঁড়ি নিয়ে অবরোধ আমতার গ্রামে
×
Comments :0