QUZE \ AML KAR \ NATUNPATA \ ANS : 7 NOVEMBER 2024

বলতে পারো \ অমল কর \ উত্তর : নতুনপাতা \ ৭ নভেম্বর ২০২৪

ছোটদের বিভাগ

QUZE  AML KAR  NATUNPATA  ANS  7 NOVEMBER 2024

বলতে পারো
অমল কর

নতুনপাতা 

জিজ্ঞাসা

১. কবে কার নেতৃত্বে নভেম্বর বিপ্লব বা রুশ বিপ্লব সংগঠিত হয় ?
২. নভেম্বর বিপ্লব স্মরণে জন রীড-এর বিখ্যাত গ্ৰন্থ কোনটি? কবে কোথায় প্রকাশিত হয়?
৩. আন্তর্জাতিক ফুটবলে মহিলাদের মধ্যে সর্বাধিক হ্যাটট্রিক কে করেন?
৪. ঋত্বিক ঘটক পরিচালিত কয়েকটি বিখ্যাত চলচ্চিত্রের নাম বলো।
৫. কবে আবিষ্কৃত হয় Google, Email, Youtube, Facebook এবং WhatsApp?
৬. ঐতিহাসিক গ্ৰন্থ 'মুদ্রারাক্ষস', ' হর্ষচরিত', ও 'মৃচ্ছকটিক' রচয়িতা কে কে?।

সমাধান

১. ১৯১৭ সালের ৭ই নভেম্বর মার্কসবাদী রুশ বিপ্লবী ভ্লাদিমির ইলিচ  লেনিন -এর নেতৃত্বে রাশিয়ায় শ্রমজীবী মানুষের রাষ্ট্রক্ষমতা দখলের লক্ষ্যে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব বা নভেম্বর বিপ্লব অথবা সমাজতান্ত্রিক বিপ্লব বা বলশেভিক বিপ্লব সংগঠিত হয়।
২.  নভেম্বর বিপ্লবকে মনে রেখে আমেরিকান কমিউনিস্ট লেখক ও সাংবাদিক  জন রীড  " Ten Days That Shook The World"(টেন ডেজ দ্যাট শুক দ্যা ওয়ার্ল্ড) গ্ৰন্থটি রচনা করেন যা ১৯১৯ সালে রাশিয়ায় প্রকাশিত হয়।
৩. আন্তর্জাতিক ফুটবলে মহিলাদের মধ্যে সর্বাধিক ১২টি  হ্যাটট্রিক করেন আমেরিকার আলেক্স মরগান।
৪. ঋত্বিক ঘটক পরিচালিত কয়েকটি বিখ্যাত চলচ্চিত্র : মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, ছিন্নমূল, অযান্ত্রিক,তিতাস একটি নদীর নাম, যুক্তি তর্ক গপ্পো।
৫. Google আবিষ্কার হয় ১৯৯৮ সালে, Email-এর আবিষ্কার ১৯৭১ সালে, ২০০৫ সালে আবিষ্কার হয় YouTube, Facebook আবিষ্কার হয় ২০০৪ সালে এবং WhatsApp আবিষ্কার হয় ২০০৯ সালে। 
৬. ঐতিহাসিক গ্ৰন্থ  'মুদ্রারাক্ষস', 'হর্ষচরিত' ও 'মৃচ্ছকটিক' রচয়িতাঝ যথাক্রমে বিশাখা দত্ত, বানভট্ট ও শূদ্রক।

 

{ad]

Comments :0

Login to leave a comment