সরকারি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে মোটা টাকা গায়েব। বালুরঘাট পৌরসভার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ১৪ লক্ষ ৪০ হাজার ৬৮ টাকা। ঘটনায় তোলপার বালুরঘাটে। তিনটি চেকের মাধ্যমে টাকা তোলা হয়েছে। পৌরসভার গাফিলতি, ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভূল না কি জালিয়াতি চক্র, প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।
সরকারি প্রকল্পের একাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা কি ভাবে লোপাট হলো কি করে সেই নিয়ে ধন্দে পড়েছে পৌরসভা ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পৌরসভার তরফে জানানো হয়েছে একাউন্ট থেকে উধাও হওয়া অর্থের পরিমান ১৪ লক্ষ ৪০ হাজার ৬৮ টাকা। বিষয়টি নজরে আসা মাত্রই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পৌরসভার তরফে। প্রতারণা ও বিশ্বাসভঙ্গ সহ একাধিক ধারায় এফআইআর করে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বালুরঘাট শাখায় পৌরসভার যে একাউন্ট রয়েছে সেখান থেকে ১২ ও ১৩ নভেম্বর দুই দিনে মোট তিনটি আলাদা আলাদা চেকে ওই টাকা কেউ তোলা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ, ব্যাংক কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভিন্ন তদন্তকারি সংস্থা।
Balurghat Municipality
বালুরঘাট পৌরসভার অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষ লক্ষ টাকা
×
Comments :0