Sri Lanka Election

শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে জয়ের পথে বামপন্থীরা

আন্তর্জাতিক

বৃহস্পতিবার ছিল শ্রীলঙ্কায় সংসদের নির্বাচন। গত সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভোটে জয়ী মার্কসবাদী নেতা অরুণা কুমার দিসানায়েকের পিপলস লিবারেশন ফ্রন্ট বা জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)’কে নির্বাচনী সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছিল। শুক্রবার ফল বেরোতেই দেখা যাচ্ছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হতে চলেছে রাষ্টপতি অনুরা কুমারা দিসানায়েকের নেতৃত্বাধীন, ন্যাশনাল পিপলস পাওয়ার বা এনপিপি দল।
শ্রীলঙ্কায় সংসদের নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। ২০২০ সালে অর্থনৈতিক সঙ্কটের পর, বৃহস্পতিবার দ্বীপ রাষ্ট্রে প্রথমবার সংসদের ভোট ঘিরে ছিল টানটান উত্তেজনা। দেশের বিভিন্ন জেলায় ১৩,৩১৪ টি নির্বাচন কেন্দ্রে ভোটদান শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪ টে পর্যন্ত। 
এর আগে গত ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার ভোটদানের হার ছিল ৭৯ শতাংশ। তার তুলনায় এবার ৬৫ শতাংশ ভোট পড়ায় কলম্বোর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয় বিকেলে ভোটদান শেষের পরেই পোস্টাল ব্যালট গোনার কাজ শুরু হবে। এছাড়া প্রদেশের নির্দিষ্ট নির্বাচন কেন্দ্রে সব ব্যালট বাক্স আসার পরেই শুরু হবে পূর্ণাঙ্গভাবে ভোট গণনার প্রক্রিয়া। 
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী শ্রীলঙ্কা সংসদের ২২৫ আসনের মধ্যে, এখনও পর্যন্ত তাদের বামপন্থী জোট ১২৩টি আসন জিতেছে। আরও বেশ কিছু আসন তারা জেতার পথে রয়েছে। শ্রীলঙ্কার ২২৫ আসনের সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ১১৩ টি আসন। বিগত সংসদ নির্বাচনে এনপিপি পেয়েছিল মাত্র ৩টি আসন। নির্বাচনে সামাগি জানা বলওয়েগা (এসজেবি), শ্রীলঙ্কা প্রদুজানা পেরামুনা (এসএলপিপি) এবং নির্দল সহ ৯,০০০ কাছাকাছি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে প্রাক্তন রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংঘে, গোতাবায়া রাজাপক্ষে এবং মাহিন্দা রাজাপক্ষেরা দাঁড়াননি। বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের পক্ষ থেকেই নির্বাচনে নতুন মুখদের প্রার্থী করা হয়েছে। এখনও পর্যন্ত তিন-চতুর্থাংশেরও বেশি ব্যালট গোনা হয়েছে। তার মধ্যে এনপিপি ৬২ শতাংশ ভোট পেয়েছে। বিরোধী নেতা সজিথ প্রেমাদাসার দল মাত্র ১৮ শতাংশ ভোট পেয়েছে। শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের তথ্য অনুয়ায়ী, ২২টি জেলার মধ্যে ১৪ টিতে ভোট গণনা করা হয়েছে। ১৪টি জেলাতেই এগিয়ে এনপিপি। বামপন্থী নেতা অরুনা কুমার দিসানায়েকে বৃহস্পতিবারের ভোট দেওয়ার পর বলেন, ‘‘আমরা বিশ্বাস করি যে এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন যা শ্রীলঙ্কায় একটি টার্নিং পয়েন্ট। এই নির্বাচনে, এনপিপি সংসদে খুব শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা আশা করে।’’

Comments :0

Login to leave a comment