শুক্রবার ইংল্যান্ডের নর্থাম্পটন কাউন্টি গ্রাউন্ডে লেজেন্ডসদের টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়া লেজেন্ডসদের ৮৬ রানে পরাজিত করলো ভারতীয় লেজেন্ডসরা । আজ শনিবাসরীয় ফাইনালে বার্মিংহামের এজবাস্টোনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ভারত ২৫৪ রানের পাহাড়প্রমাণ টার্গেট সেট করে মূলত চার জন ব্যাটসম্যানের দৌলতে । রবিন উথাপ্পা ( ২১ বলে ৫০ ) , যুবরাজ সিং ( ২৮ বলে ৫৯ ) , ইরফান পাঠান ( ১৮ বলে ৫০ ) এবং ইউসুফ পাঠান ( ২৩ বলে ৫১ ) । ১৪ নম্বর ওভারে যুবরাজ ও উথাপ্পার ৪৭ রানের পার্টনারশিপ ভেঙে যাওয়ার পর হাল ধরেন দুই পাঠান ভাইয়েরা । দুইভাইয়ের দাপুটে ব্যাটিংয়ে মাত্র ৩৪ বলেই ৯৫ রানের পার্টনারশিপ গড়ে তোলে তারা । অজি বোলারদের তাঁদের সামনে বেশ অসহায় লাগছিল । ৪ ওভারে ১ টি উইকেট নিয়ে কুলটার নাইল খান ৫৬ রান এবং সিডল ৪ টি উইকেট নিলেও ৪ ওভারে খান ৫৭ রান ।
পরবর্তীতে ব্যাট করতে নেমে অজি লেজেন্ডসরা গুটিয়ে যান মাত্র ১৬৮ রানে । অস্ট্রেলিয়ার হয়ে রান করেন মূলত কুল্টার নাইল ( ৩০ ) এবং টিম পেইন ( ৪০ ) । ভারতের হয়ে ধাওয়ান কুলকার্নি এবং পাওয়ান নেগি দুটি করে উইকেট নেন ।
ছবি সৌজন্য - ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ ক্রিকেট লেজেন্ডস এর অফিশিয়াল ইনস্টাগ্রাম চ্যানেল
Comments :0