৮৮ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা।
মেসির কর্নার কিক চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো আটকে দিলে বল ছিটকে গিয়ে পড়ে মার্টিনেজের পায়ে। ম্যাচে আর্জেন্টিনার ২১তম শটে এবং টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোলটি করেন মার্টিনেজ।
যদিও গোল হবার পর খেলোয়াড়রা দাঁড়িয়ে তিন মিনিট অপেক্ষা করতে হয় গোলটি অফসাইড কিনা তা দেখার জন্য। জাতীয় দলের হয়ে মার্টিনেজের ২৬তম গোলটি একটি ভিডিও পর্যালোচনায় নিশ্চিত করা হয়।
'এ' গ্রুপে আর্জেন্টিনা ৬ পয়েন্ট, কানাডা ৬ পয়েন্ট এবং চিলি ও পেরু ১ পয়েন্ট। শনিবার ফ্লোরিডার অরল্যান্ডোতে চিলির মুখোমুখি হবে কানাডা।
৩৭তম জন্মদিনের একদিন পর খেলতে নামা মেসি ২০২৬ বিশ্বকাপ ফাইনালের স্থান মেটলাইফ স্টেডিয়ামে ৮১,১০৬ জন দর্শকের সামনে স্বাভাবসিদ্ধ ভঙ্গিমায় বাঁ পায়ের চমক দেখান। আর্জেন্টিনা শটে ২১-৩ এবং কর্নার কিকে ১১-০ ব্যবধানে খেলার নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে।
Copa America 2024
কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
×
Comments :0