শ্রদ্ধা হত্যা মামলায় অভিযুক্ত আফতাব পুনেওয়ালার পক্ষ থেকে মঙ্গলবার আদালকে বলা হয়েছে যে ‘‘আচমকা’’ লিভ ইন পার্টনারকে খুন করেছিল সে। মঙ্গলবার পাঁচ দিনের পুলিশি হেপাজত শেষে তাকে আদালতে তোলা হলে আদালত আফতাবকে আরও চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয়। একই সাথে তার পলিগ্রাফ পরীক্ষারও নির্দেশ দেয় আদালত। এদিনে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট অভিরাল শুক্লার এজলাসে আফতাবের কৌশুলি জানান, কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই আচমকা এই হত্যা করে তার মক্কেল এবং তদন্তের বিষয়ে পুলিশকে সর্বোতভাবে সহায্য করছে সে।
আফতাবের আইনজীবী আদালতকে আরও জানান যে কোথায় কোথায় সে তার বান্ধবীর দেহের অংশ ফেলেছিল তা চিহ্নিত করতে অসুবিধা হচ্ছে কারণ সে দিল্লির বাসিন্দা নয়।
আফতাবকে দুটি পুকুরে নিয়ে যাওয়া হবে শ্রদ্ধার দেহের কিছু অংশ খুঁজে বার করতে। যার মধ্যে একটি হল মেহরৌলি জঙ্গলে আরেকটি ময়দানগরহিতে। একটি পুকুরে চিত্র তৈরি করতে পুলিশকে ইতিমধ্যেই সে সাহায্য করেছে বলে তার আইনজীবী জানায় আদালতকে।
Aftab
আচমকাই খুন করেছিল আফতাব, আদালকে জানালো তার আইনজীবী
×
Comments :0