DEBRA Protest

শিক্ষক খুনে দোষীদের কঠোর
সাজার দাবিতে থানা ঘেরাও ডেবরায়

রাজ্য জেলা

DEBRA Protest

শিক্ষক লক্ষীরাম টুডুকে রাস্তায় ফেলে পিটিয়ে হত্যা করেছিল দুষ্কৃতীরা। প্রতিবাদে ভেঙে পড়েছিল ক্ষোভ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বেয়াদপিতে তীব্র হয়েছে প্রতিরোধ। মঙ্গলবার সেই দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবিতে থানা ঘেরাও করল পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ। চলল বিক্ষোভ। 

এদিন মিছিলে অংশ নেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী, দেবলীনা হেমব্রম এবং পার্টির ঝাড়গ্রাম জেলা সম্পাদক এবং সামাজিক ন্যায় মঞ্চের অন্যতম নেতা পুলিন বিহারী বাস্কে। 

বেপরোয়া বাইক ধাক্কা দিয়েছিল এক পথচারীকে। তারই প্রতিবাদ করেছিলেন স্থানীয় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক লক্ষীরাম টুডু। প্রতিবাদ করার তাঁর ওপর চলে হামলা, মারধর। গত ১৫ মার্চ সেই হামলায় প্রাণ হারিয়েছেন শিক্ষক লক্ষীরাম টুডু। হামলাবাজরা তৃণমূল আশ্রিত। শিক্ষকের মৃত্যুতে বিক্ষোভ ভেঙে পড়ে ডেবরার শ্রীরামপুর মৌজা এলাকায়। 
নিহত লক্ষীরাম টুডু সিপিআই(এম)র প্রাক্তন শাখা সম্পাদকও। আদিবাসী পরিবার থেকে বহু লড়াই করে শিক্ষকতার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। প্রতিবাদে সেদিন ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর তাঁর মৃতদেহ রেখে চলছিল পথ অবরোধ, বিক্ষোভ। তীব্র ক্ষোভে কয়েক হাজার মানুষ দুষ্কৃতীদের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। 

মঙ্গলবার দুষ্কৃতীদের কঠোরতম শাস্তির দাবিতে সিপিআই(এম) গ্রামবাসীরা ঘেরাও করেছেন ডেবরা থানা।  

Comments :0

Login to leave a comment