ইডির আবেদনে সাড়া দেয়নি আদালত। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লির রাউস এভিনিউ কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক নিয়ায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন। এদিন কেজরিওয়াল জামিনের জন্য আবেদন করা হয়েছিল। মামলায় সরকারি পক্ষ এবং কেজরিওয়ালের আইনজীবীর সওয়াল-জবাব শোনার পর বিচারক এই জামিন মঞ্জুর করেন।
আদালতে এই জামিনের বিরোধিতা করেছিল ইডি। কেজরিওয়ালকে ৪৮ ঘণ্টার জন্য জামিন দেওয়া হোক এদিন আদালতে এই আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির আবেদনে সাড়া দেয়নি আদালত। সুত্রের খবর শুক্রবারই জেল থেকে ছাড়া পাবেন তিনি।
আবগারি দুর্নীতি মামলায় অর্থ নয়ছয়ের অভিযোগে আম আদমি পার্টি (আপ)’র শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি)। গত ২১ মার্চ বিকালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নির্বাচনী বন্ডের সুবিধাভোগী প্রাপকদের তালিকা প্রকাশের পর রাতেই দিল্লি আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেদিন রাতে কেজরিওয়ালের বাসভবনেই দীর্ঘ দু’ঘন্টা জেরার পর গ্রেপ্তার করা হয় তাঁকে। মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় কেজরিওয়ালই প্রথম যিনি গ্রেপ্তার হন।
Arvind Kejriwal
জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী
×
Comments :0