Dooars Forest

১৫ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ ডুয়ার্সের জঙ্গল

রাজ্য

আগামী তিন মাসের জন্য বন্ধ হতে চলেছে ডুয়ার্সের জঙ্গল। ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর এই তিন মাস জঙ্গলে প্রবেশ করতে পারবেন না পর্যটকরা। প্রতিবছর বর্ষার সময় এই তিন মাস জঙ্গল বন্ধ করে দেওয়া হয়। এই সময়টা বন্য জন্তুদের প্রজননের সময়। তাদের জীবনযাত্রায় যাতে ব্যাঘাত না ঘটে  তাই এই সময় সাধারণের জঙ্গলে প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকে। বিজ্ঞপ্তি দিয়ে জঙ্গল বন্ধ থাকার বিষয়টি জানানো হয়েছে। 
এমনিতেই এবছর জঙ্গল বন্ধের আগে পর্যটকদের তেমন দেখা মেলেনি। যেকারণে মাথায় চিন্তার ভাঁজ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের।
ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিবছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে। বিভিন্ন সময়ে ভিড় উপচে পড়ে হোম স্টে, হোটেল এবং রিসর্টগুলিকে। তবে এবছর গরমের ছুটিতে তেমনভাবে পর্যটক আসেনি বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের।
শুধু পর্যটক ব্যবসায়ীরাই নয় আর্থিক ভাবে সঙ্কটের মধ্যে রয়েছেন গাড়ির মালিক থেকে ছোটো ছোটো ব্যবসায়ীরা।
জঙ্গল বন্ধ হওয়ার মুখে পর্যটকের দেখা না মেলায় চিন্তিত পর্যটন ব্যবসার সাথে যুক্ত সাফারি চালক, গাইড, লোকশীল্পি, হোম স্টে মালিকেরা থেকে শুরু করে সকলেই। 

Comments :0

Login to leave a comment