East Bengal Squad

সুপার কাপের দল ঘোষণা ইস্টবেঙ্গলের

খেলা

East Bengal Squad


বৃহস্পতিবার সুপার কাপের জন্য দল ঘোষণা করল ইস্টবেঙ্গল। মোটামুটি আইএসএলের দলটিই ধরে রেখেছে লাল-হলুদ। বুধবার কলকাতায় শেষবারের মতো দলকে অনুশীলন করার লাল হলুদের বিদায়ী হেডস্যার স্টিভেন কন্সট্যানটাইন। 
বৃহস্পতিবার সুপার কাপ খেলতে কেরালা পৌঁচেছে ইস্টবেঙ্গল। ২৪ জনের দল নিয়ে টুর্নামেন্ট খেলতে গেলেন স্টিফেন কনস্ট্যানটাইন।  সূচি অনুযায়ী শুক্রবার এবং শনিবার কেরালার মাঞ্জেরিতে অনুশীলন করবেন ক্লেইটন সিলভা’রা। সোমবার ওডিশা এফসি ম্যাচ দিয়ে সুপার কাপ অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল।

প্রসঙ্গত, গত ৩ মরশুম ধরে আইএসএল খেললেও কাঙ্খিত সাফল্যের মুখ দেখতে পায়নি ইস্টবেঙ্গল। লিগ তালিকার শেষ ২-৩ স্থানেই ঘোরাফেরা করতে হয়েছে কলকাতা ফুটবলের অন্যতম ‘জায়েন্ট’কে। ট্রফি খরা কাটাতে আইএসএল’র অন্যতম ‘সফল’ কোচ সের্জিও লোবেরা ‘হটসিটে’ বসাতে চলেছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। হাতে গোনা কয়েকজন খেলোয়াড় ছাড়া বদলে ফেলা হবে গোটা দলকেও। এই অবস্থায় দলে নিজেদের জায়গা ধরে রাখতে সুপার কাপে সর্বস্ব উজাড় করে দিতে চাইছেন ইস্টবেঙ্গল খেলোয়াড়রা। একইসঙ্গে কোচ স্টিভেন কনস্ট্যানটাইনও সুপার কাপে ভালো ফল করে টিম ম্যানেজমেন্টকে ‘বার্তা’ দিতে চাইছেন। 

ইস্টবেঙ্গল: গোলকিপার—  কমলজিৎ সিং, পবন কুমার, শুভম সেন। 
ডিফেন্ডার: মহম্মদ রাকিপ, সার্থক গোলুই, ইভান গঞ্জালেজ,প্রীতম সিং, জেরি, লালচুংনুঙ্গা, কিরিয়াকু, তুহিন দাস, অতুল উন্নিকৃষ্ণণ। 
মিডফিল্ডার: মোবাশির রহমান, সৌভিক চক্রবর্তী, সুমিত পাসি, অ্যালেক্স লিমা, নাওরেম মহেশ সিং, জর্ডন, অমরজিৎ সিং কিয়াম, হিমাংশু জাংরা
ফরোয়ার্ড: ক্লেইটন সিলভা, জ্যাক জার্ভিস, সেম্বোই হাওকিপ, ভিপি সুহের।
 

Comments :0

Login to leave a comment