Elephant cub

উদ্ধার হওয়া হস্তী শাবকের মৃত্যু

জেলা

Elephant cub প্রতীকী ছবি


দশ পনের দিন বয়সের দলছুট হস্তি শাবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি কলাবাড়ি সংলগ্ন মেচি নদীর চর থেকে একটি হস্তিশাবককে উদ্ধার করা হয়। শুক্রবার উদ্ধার হওয়া সেই হস্তিশাবকটির মৃত্যু হয়েছে কলাবাড়ি বিট অফিসে। 

জানা গেছে, বৃহস্পতিবার মেচি নদীর চর সংলগ্ন এলাকায় হস্তিশাবকটিকে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর বনদপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে বনদপ্তরের কলাবাড়ি রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হস্তিশাবকটিকে উদ্ধার করে কলাবাড়ি বিট অফিসে নিয়ে যায়। উদ্ধার করার পর দলছুট হাতিটির চিকিৎসা চলছিলো। বনদপ্তর সূত্রে জানা গেছে হস্তিশাবকটির পেটে আলসার ছিলো। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী সংক্রমণ জনিত কারণেই শাবকটির মৃত্যু হয়েছে।

 

Comments :0

Login to leave a comment