Farmers protest

লখিমপুর খেরিতে অজয় মিশ্র টেনিকে প্রার্থী করায় ক্ষোভ কৃষকদের

জাতীয়

সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম) সোমবার উত্তরপ্রদেশের খেরি লোকসভা আসন থেকে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনিকে প্রার্থী করার বিজেপির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে এবং কৃষকদের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সারা ভারত জুড়ে গ্রামে মিছিল সংগঠিত করার আহ্বান জানিয়েছে।
২০২১ সালের অক্টোবরে লখিমপুর খেরিতে প্রতিবাদী কৃষকদের উপর গাড়ি চালানোর অভিযোগে টেনির ছেলে আশিসের পদত্যাগ দাবি করছেন কৃষকরা। ৩ অক্টোবর লখিমপুর খেরি জেলার টিকুনিয়ায় উত্তরপ্রদেশের তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের সফরের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভে হিংসা ছড়িয়ে পড়ে।
উত্তরপ্রদেশ পুলিশের এফআইআরে বলা হয়েছে, আশিস যে এসইউভিতে বসেছিলেন, সেই এসইউভির ধাক্কায় চার কৃষককে পিষে মেরে ফেলা হয়। ঘটনার পর এসইউভির চালক ও দুই বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগও ওঠে বিক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। ওই হিংসায় একজন সাংবাদিকও নিহত হয়েছেন।

Comments :0

Login to leave a comment