অষ্টাদশ লোকসভা নির্বাচনের সাত দফা ভোটের পঞ্চম পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে সোমবার সকাল সাতটা থেকে। দেশের ছ’টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে চলছে এই পর্বের ভোটগ্রহণ।
রাজ্যে যে সাতটি কেন্দ্রে ভোট চলছে সেগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ।
এদিন সকাল থেকে রাজ্যের সাত ভোট কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে।
নির্বাচনের আগের দিন রাতে উত্তর হাওড়ায় সিপিআই(এম)’র দপ্তরে হামলা করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলো তৃণমূলী বাহিনী। তবে সিপিআই (এম) কর্মী সমর্থকদের প্রতিরোধে হামলাকারীরা চম্পট দেয়। সিপিআই (এম) হাওড়া জেলা কমিটির সম্পাদক দিলীপ ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এদিন সকালে হাওড়ার ১৬৪ নম্বর বুথ, দক্ষিণ হাওড়ার ২৩২ নম্বর বুথ সহ বেশ কয়েকটি বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ভোট প্রক্রিয়া বন্ধ থাকে।
এদিন ভোট গ্রহণ শুরু হতেই স্বরুপনগরের ১২৭ নং বুথে ভোটারদের বাধা দেয় তৃণমূলীরা। হামলাও করে। এক মহিলার মাথায় আঘাত লেগেছে। বনগাঁর গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের একটি বুথে ভোট শুরু হয়েছে দেরিতে। স্বরূপনগর বিধানসভার নবাবকাটি মোড়ল পাড়া এলাকায় ভোটারদের কোপ মারার অভিযোগ।
লিলুয়ার ভারতীয় স্কুল ১৭৬ নম্বর বুথে ভোট প্রক্রিয়া বন্ধ। হাওড়ার লিলুয়াতে প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ। আমডাঙায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। হাওড়ার পাঁচলায় সিপিআই(এম)'র ক্যাম্প অফিস ভাঙচুর।
আরামবাগের মলয়পুর এক নম্বর এলাকার বালিয়া গ্রামের তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ। ধারালো অস্ত্র নিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। এই তৃণমূল নেতাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন দুই জন। তাঁদের চিকিৎসা চলছে আরামবাগ মেডিক্যাল কলেজে। হুগলির মল্লিকপুরে ২৩২ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ।
ব্যারাকপুরের তিনটি বুথে বিরোধী এজেন্টকে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেছেন অর্জুন সিং।
এদিন সকালে ভোট শুরুর সঙ্গে সঙ্গেই উত্তেজনা ছড়ায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ব্যারাকপুর বিধানসভার টিটাগড় ২১৫ নম্বর বুথে। ভোট কেন্দ্রের ভিতরে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
সকাল ৯টা পর্যন্ত বারাকপুরে ভোট পড়েছে ১৪.৭৪ শতাংশ। হুগলিতে ১৪.০১ শতাংশ, হাওড়ায় ১৪.২ শতাংশ, বনগাঁয় ১৫.২১ শতাংশ, শ্রীরামপুরে ১৪.৪৩ শতাংশ, আরামবাগে ১৬.৩১ শতাংশ। কমিশন সূত্রে খবর সকাল ৯টা পর্যন্ত রাজ্যে সাত কেন্দ্রে ভোট পড়েছে ১৫.৩৫ শতাংশ।
সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৩ শতাংশ। বনগাঁয় ভোট ৩২ শতাংশ। ব্যারাকপুরে ৩০ শতাংশ। হাওড়ায় ভোট পড়ল ৩১ শতাংশ। উলুবেড়িয়া ৩৪ শতাংশ। শ্রীরামপুরে ৩২ শতাংশ। হুগলিতে ৩৪ শতাংশ। আরামবাগে ভোট পড়েছে ৩৬ শতাংশ। কমিশনের দপ্তরে সকাল ৯ টা প্রর্যন্ত অভিযোগের জমা পড়েছে ৪৭১টি।
Comments :0