শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন বাইপাস সংলগ্ন রায়পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে ওই এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মুহূর্তেই আগুন ব্যাপক আকার ধারণ করে। চারিদিকে কালো ধোয়ায় ছেয়ে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। স্থানীয়রা কালো ধোঁয়া দেখতে পেয়ে এগিয়ে এসে দেখেন আগুন লেগেছে। তারাই নিজেদের উদ্যোগে আগুন নেভানোর কাজে হাত লাগায়। গোডাউনের ভেতরে দাহ্য পদার্থ প্লাস্টিক ব্যাপক পরিমাণে মজুত থাকায় আগুনের তীব্রতা ক্রমাগত বাড়তে থাকে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করলেও আগুনের তীব্রতা ক্রমশই বাড়তে থাকে। কয়েক ঘন্টা পার হয়ে গেলেও আগুন আয়িত্বে আনা যায়নি। পরবর্তীতে আরও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। চলে আসে ভক্তিনগর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। মোট পাঁচটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর প্রচেষ্টা চালাচ্ছে। আগুনে তীব্রতা কমলেও, এখনও পর্যন্ত পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও বলা যাচ্ছে না।
Siliguri Fire
ভয়াবহ আগুন শিলিগুড়ির প্লাস্টিক গোডাউনে

×
Comments :0