মাছ ধরার সময় নৌকা থেকে ভাগীরথী নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায় একজন মৎস্যজীবী। ঘটনাটি ঘটে সোমবার ভোর পাঁচটা নাগাদ কালনা পৌরসভার মহিষমর্দিনীতলা ঘাট সংলগ্ন ভাগীরথী নদীতে। নিখোঁজ মৎস্যজীবীর নাম সন্ন্যাসী মাঝি(৬০)। নদীয়া জেলার শান্তিপুর থানার হরনদী গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে প্রতিদিনকার মতো এদিনও তিনি নাবালক নাতিকে সঙ্গে নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েন। একই নৌকাতে থাকা নাতি জানায়, দাদু নৌকা থেকে হঠাৎ জলে পড়ে যায়। তারপর লোকজনকে ডাকাডাকি করে তল্লাশি চালালেও দাদুর সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে কালনা প্রশাসন ও বিপর্যয় মোকাবেলা দলের কর্মীরা ঘটনাস্থলে এসে নিখোঁজ মৎস্যজীবীর সন্ধান শুরু করে। পরে নদীয়ার প্রশাসনও ঘটনাস্থলে পৌঁছে মৎস্য জীবের সন্ধানে তৎপর হয়ে ওঠে। কিন্তু এই খবর লেখা পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর সন্ধান মেলেনি।
Fisherman missing
নৌকা থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী

×
Comments :0