চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানালো আলিপুর আহবাওয়া দপ্তর। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলা গুলোয় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। যার জেরে কমবে তাপমাত্রা।
এদিন সকাল থেকেই কলকাতা সহ একাধিক জায়গায় আকাশ মেঘলা। বুধবার কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে কোন বৃষ্টি হয়নি। উল্টে তীব্র গরমে নাজেহাল হয়েছে মানুষ। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা আছে।
Comments :0