Salim Durani

প্রয়াত সেলিম দুরানি

খেলা

Salim Durani

প্রয়াত প্রবাদ প্রতীম ক্রিকেট খেলোয়ার সেলিম দুরানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুর খবর জানিয়েছেন তার ভাই জাহাঙ্গির দুরানি। কিছুদিন আগেই পড়ে গিয়ে ডান পায়ের উরুতে‌ আঘাত পেয়েছিলেন সেলিম দুরানি। সেখানে অস্ত্রপচার করতে হয়। তারপর থেকেই শারিরীক অবস্থার অবনতি হয় তাঁর। গুজরাটে জাহাঙ্গিরপুরীতে নিজের ভাইয়ের সঙ্গেই থাকতেন দুরানি। সেখানেই মৃত্যু হয়েছে তার বলে জানা গিয়েছে।

কাবুলে জন্ম হলেও ভারতেই বেড়ে ওঠেন সেলিম দুরানি। ক্রিকেটের মাঠে ব্যাটে বলে দুটোতেই সমান দক্ষ ছিলেন দুরানি। ক্রিকেটিও জীবনে ২৯টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ১৯৬১-৬২’তে ইংল্যন্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয়ের রুপকার ছিলেন তিনি। কলকাতা ও মাদ্রাস মিলিয়ে হওয়া সেই টেস্ট ম্যাচে ১০টির মধ্যে আটটি উইকেট নিয়েছিলেন তিনি। ভারতের অন্যতম সেরা টেস্ট ক্রিকেটার সেলিম দুরানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের বহু খেলোয়ার।

Comments :0

Login to leave a comment