সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রী রামচন্দ্র পৌদেল(৮০)’র রহস্যমৃত্যু। বাংলাদেশের লালমনিরহাটের তিস্তার চর থেকে অর্ধগলিত দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান বন্যার জলে তাঁর দেহটি ভেসে এসেছে। পূর্ব সিকিমের ছোট সিংতামের বাসিন্দা রামচন্দ্র পৌদেল দীর্ঘদিন সিকিমের মন্ত্রী ছিলেন। জানা গেছে, গত ৭ জুলাই সকালে সিকিমের সিংটামের বাড়ি থেকে বের হন। পরে আর ফিরে আসেননি। নিখোঁজ ছিলেন তিনি। পুলিশের অনুমান সিকিমে ভারি বর্ষণ ও তিস্তার জলের স্রোতে তাঁর দেহ ভেসে আসতে পারে। জানা গেছে তিস্তার জল কমে গেলে চরে দেহটি আটকে যায়। দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ দেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালর মর্গে পাঠায়। তাঁর দুই হাত বাঁধা ছিল, এক হাতে ঘড়ি ও মুখে দাঁড়ি থাকলেও পরনে কোনো পোশাক ছিল না। মরদেহ পচন ধরেছিল। পরে বিভিন্ন তথ্য ও মিডিয়ার মাধ্যমে পুলিশ তথ্য পায় দেহটি সিকিমের মন্ত্রীর। দেহ সিকিম কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাকে কেন্দ্রে করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।
Former Sikkim Minister R.C. Poudyal
বাংলাদেশে উদ্ধার সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রীর দেহ
×
Comments :0