SOURAV SALBONI PLANT

শালবনিতে ইস্পাত কারখানা করছেন না সৌরভ

রাজ্য

সেপ্টেম্বরে সুদূর স্পেন থেকে জানিয়েছিলেন ইস্পাত কারখানা হবে শালবনিতে। রবিবার সেই সৌরভ গাঙ্গুলিই শালবনিতে হচ্ছে না কারখানা। গড়বেতায় ইস্পাত কারখানা করার পরিকল্পনা রয়েছে তাঁর।
সে সময় মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। বাণিজ্য সফরে বিনিয়োগের নির্দিষ্ট কোনও ঘোষণা বিশেষ ছিল না। সে সময়ে বাংলার সৌরভ স্পেনে গিয়ে ঘোষণা করেন বাংলায় কারখানা করবেন! 
রবিবার সৌরভ এক আলোচনাসভায় জানিয়েছে গড়বেতায় কারখানার বিষয়টি আগামী তিন-চার মাসের মধ্যে স্পষ্ট হবে। 
স্পেন সপরের সময় জানা গিয়েছিল শালবনিতে জিন্দালদের প্রকল্পের জায়গায় ইস্পাত কারখানা করবেন তিনি। ছয় মাস সময় লাগবে বলেও জানান। তবে কাজ এগোয়নি ছয় মাস পরও।
পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে জিন্দলদের প্রকল্পের জন্য ওই জমি অধিগ্রহণ করা হয়েছিল। রাজ্যের আরও অনেক প্রকল্পের মতোই এক্ষেত্রেও সরে যায় শিল্পগোষ্ঠী। নতুন বিনিয়োগও আসেনি।
২০০৭ সালে জিন্দালদের ইস্পাত কারখানার জন্য প্রায় সাড়ে চার হাজার একর জমি অধিগ্রহণ করেছিল রাজ্য সরকার। সে সময় বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল সরকারের সময়ে কাজ এগোয়নি।

Comments :0

Login to leave a comment