GUJARAT ATTACK RAHUL

গুজরাটে কংগ্রেস দপ্তরে হামলা প্রমাণ করছে বক্তব্য সঠিক: রাহুল

জাতীয়

ছবি সংগ্রহ থেকে

গুজরাটে কংগ্রেস দপ্তরে হামলা প্রমাণ করছে বক্তব্য সঠিক: রাহুল

‘‘হিন্দু মানে বিজেপি নয়, হিন্দু মানে নরেন্দ্র মোদীও নয়। হিন্দু ধর্মের নামে যারা হিংসায় উসকানি দিচ্ছে হিন্দু ধর্মের মানে তারা বোঝে না। গুজরাটে কংগ্রেসের দপ্তরে হামলা ফের প্রমাণ করল এই বক্তব্য কতটা সঠিক।’’ 
বুধবার সোশাল মিডিয়ায় পোস্টে গুজরাটে সঙ্ঘ পরিবারের হামলার নিন্দায় এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গুজরাটে কংগ্রেসের প্রদেশ সভাপতি শক্তি সিন গোহেল বলেছেন, ‘‘কখনও রাজ্যে অন্য দলের দপ্তরে গিয়ে হামলার পরম্পরা ছিল না। বিজেপি এবং আরএসএস সেই পরম্পরা চালু করল। লোকসভা ভোটে দেশের ফলাফল মোটেই আশা অনুযায়ী হয়নি বিজেপি’র। সেই ক্ষোভেই এই হামলা।’’
গোহেল ভিডিও বার্তায় বলেছেন, ‘‘হিন্দুধর্মের সঠিক ব্যাখ্যা লোকসভায় দিয়েছেন রাহুল গান্ধী। হিন্দুধর্মের নামে হিংসা করছে বিজেপি এবং আরএসএস।’’
সোমবার লোকসভায় রাহুলের এই বক্তব্যের মাঝে বাধা দিতে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পালটা সরব হন রাহুল। নিজের বক্তব্যের সময় নাম না করেও রাহুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য অধ্যক্ষকে বলেন মোদী।
লোকসভায় রাহুলের বক্তব্যের পর মঙ্গলবার গুজরাটে কংগ্রেসের প্রদেশ দপ্তরে ভাঙচুর চালায় সঙ্ঘ পরিবারের দুই সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ দল। পাথর ছোঁড়া হতে থাকে কংগ্রেস দপ্তরে। বাধা দেন কংগ্রেস কর্মীরা। দায়ের হয়েছে এফআইআর।
বুধবার রাহুল বলেছেন, ‘‘গুজরাটে পরের বিধানসভা নির্বাচনে জয়ী হবে ‘ইন্ডিয়া’। বিজেপি এবং আরএসএস তা বুঝতে পারছে। ওদের হামলাই প্রমাণ করছে লোকসভায় বক্তব্য কতটা ঠিক ছিল। একদল ভিতুই কেবল এমন কাজ করতে পারে। গুজরাটের জনতা সব দেখছেন। তাঁরাই বিজেপি-কে উচিত শিক্ষা দেবেন।’’

Comments :0

Login to leave a comment