Illegal Sand Mining

বালির খাদানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, উত্তেজনা চোপড়ায়

জেলা

বালির খাদানের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দেখা দিলে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চিতলঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে বালির ঘাট বন্ধ থাকার পর এদিন  বালি তোলা শুরু হয়। রাহি মাসুমের পক্ষ কাগজপত্র নিয়ে টেন্ডার হয়েছে বলে দাবি করে বালি তোলা শুরু করে। তখনই সাইয়াদ হুসেন সহ স্থানীয় কিছু বাসিন্দারা বালি তুলতে বাধা দেয়। এই ঘটনাকে ঘিরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘটনায় বেশ কয়েকজন জখম হয় । আহতদের চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে ,পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment