IND vs AUS

জয়ের সরণিতে ফেরাই প্রধান লক্ষ্য ভারতের

খেলা

 শুক্রবার শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের টি-২০ সিরিজ। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। টেস্টে ঐতিহাসিক জয়ের পর একদিনের ক্রিকেট সিরিজের তিন ম্যাচে ক্লিন সুইপ হওয়ার পর টি-২০ সিরিজে ফিরে আসাই এখন হরমনপ্রীত কাউরদের প্রধান লক্ষ্য। সাদা বলের ক্রিকেটে টানা হারের সম্মুখীন তাঁরা। শেষ বছরে ইংল্যান্ডের সঙ্গে টি-২০ সিরিজেও ২-১ ফলে হারতে হয়েছে। 
বিশেষত হরমনপ্রীতের ধারাবাহিক ব্যর্থতা নজর কাড়ছে। অধিনায়ক হরমনপ্রীতের সেই তিন ম্যাচে অবদান ২৬, ৯ এবং ৬ রান। আর সদ্য সমাপ্ত অজিদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচে তাঁর অবদান মোট ১৭ রান। নিজের টানা ব্যর্থতার বিষয়ে কথা বলতে গিয়ে বৃহস্পতিবার ভারত অধিনায়ক জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরে তিনি ভারতীয় দলের প্রধান কোচ অমল মুজুমদারের সাথে মানসিক দিক নিয়ে আলোচনা করেছেন ও অনুশীলনের সময় নেটে অতিরিক্ত সময় দিচ্ছেন। তাঁর কথায়, ‘‘গতকাল, আমরা আমার শেষ কয়েকটি ইনিংস বিশ্লেষণ করতে বসেছিলাম। পরে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় কোচ (মুজুমদার) উপস্থিত ছিলেন। আমি প্রতিটা বল খেলার পর সেই সময়ে আমার মনে কী চলছে তা কোচ জানতে চেয়েছিলেন। উনি ধৈর্য ধরে আমার কথা শুনেছেন। আজও আমি নেটে এক ঘণ্টা ব্যাটিং করেছি। উনি প্রত্যেকের সঙ্গে গুরুত্ব দিয়ে ব্যর্থতার বিষয়গুলো চিহ্নিত করে আলোচনা করেছেন। আমরা সবাই ওনাকে বিশ্বাস করি।’’
ব্যাটিং ছাড়াও ভারতীয় দলের অন্যতম সমস্যা ফিল্ডিং। নিয়মিত ক্যাচ ফেলা একরকম অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ভারতীয় দলের। অজিদের সামনে দ্বিতীয় একদিনের ম্যাচ হারের পর এই বিষয়ে কোচ মুজুমদার জানিয়েছিলেন, ‘‘আমরা এই মুহূর্তে দলকে শক্তিশালী করে গড়ে তোলার প্রক্রিয়ায় রয়েছি। আমরা জানি আমাদের ফিল্ডিং এবং ফিটনেসের উপর আরও বেশি করে কাজ করতে হবে। আরও বেশি নজর দিতে হবে। আমাদের ফিল্ডিং খুব খারাপ হচ্ছে। আমরা প্রায় ছটা (সাতটা) ক্যাচ ফেলেছি। ম্যাচে এমনটা অনেক সময়েই হয়ে থাকে। এই সমস্যা অস্ট্রেলিয়ারও হয়েছিল। সেটা বলার পরেও এটা বলতে হয় যে আমাদের ফিল্ডিং নিয়ে গুরুত্ব দিতে হবে। এখনও অনেক কাজ বাকি রয়েছে। এই সিরিজ শেষ হয়ে যাওয়ার পরে যদি আমরা সময় পাই তাহলে আমরা ফিল্ডিং এবং ফিটনেসে অনেক সময় ব্যয় করব।’’
পঞ্চাশ ওভারের থেকে কুড়ি ওভার আরও সংক্ষিপ্ত ফরম্যাট। ফলে এখানে ভুল সংশোধন করার জায়গাও অনেক কম। তাই এই সিরিজ জিততে হলে হরমনপ্রীতদের ভুলের পরিমাণও কমাতেই হবে। 
ভারত : অস্ট্রেলিয়া
ম্যাচ শুরু সন্ধে ৭টা

Comments :0

Login to leave a comment