INSAF JATRA 8.12.23

ইনসাফ যাত্রায় নজরদারি তৃণমূল, বিজেপি’র

রাজ্য

রামশঙ্কর চক্রবর্তী: তমলুক
 

ইনসাফ যাত্রায় কড়া নজরদারি চালাচ্ছে তৃণমূল এবং বিজেপি। দু’দলের নেতা নেত্রীরা কথাতেই তা স্পষ্ট।
তৃণমূলের জেলা সভাপতি অসিত ব্যানার্জি বলেন,‘‘আমাদের লক্ষ্যে নজরে সব কিছুই আছে। কে কী কোথায় করছে তা আমরা দেখে রাখছি। প্রশাসন প্রশাসনের কাজ করছে। আমরা আমাদের কাজ করছি।’’ বিজেপির জেলা সভানেত্রী তাপসী মণ্ডল জানান, ‘‘আমাদের নেতা কর্মীরা দেখে রাখছে সবটাই। তৃণমূলের বদান্যতায় সিপিএম এখন চলছে।’’ 
পূর্ব মেদিনীপুরে ইনসাফ যাত্রার দ্বিতীয় দিন ছিল শুক্রবার। এদিন রাধামণি থেকে নিমতৌড়ি, তমলুক, ডিমারি হয়ে মেচেদা পর্যন্ত পদযাত্রা গেছে। রাস্তার পাশে তৃণমূলের অফিসগুলিতে এদিন ছিল কর্মী সমর্থকদের ভিড়। অন্যদিকে তমলুক, ডিমারি এলাকায় ইনসাফ যাত্রায় দাঁড়িয়ে নজর রেখেছে বিজেপি’র নেতা-কর্মীরা। 
ইনসাফ যাত্রা যখন তমলুকের হাসপাতাল মোড়ে পৌঁছালো পুলিশ থাকা সত্ত্বেও যুবকর্মীরাই যানবাহন চলাচলে স্বাভাবিক রাখতে যান নিয়ন্ত্রণ করতে থাকেন। এখানে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা এবং ভগিনী নিবেদিতার মূর্তিতে মাল্যদান করেন মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, সৃজন ভট্টাচার্যরা। পদযাত্রায় তখন স্লোগান উঠছে, সমস্ত অন্যায়ের ইনসাফ চাই, বেকারদের কাজ চাই, সরকারি কর্মচারীদের প্রতি হওয়া অন্যায়ের ইনসাফ চাই। সেই সময়েই রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর কয়েকজন এগিয়ে এলেন। তাঁরা মীনাক্ষী মুখার্জি সহ পদযাত্রীদের সঙ্গে তাদের ফোনে সেলফি তুলতে লাগলেন। পদযাত্রীরা রীতিমত একটু অবাক। ডিওয়াইএফআই’র পদযাত্রীদের সঙ্গে পুলিশ সেলফি তুলছে। এ ঘটনা বোধহয় একটু ব্যতিক্রম। 

Comments :0

Login to leave a comment