সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক এম শাখওয়াত হোসের বক্তব্য ঘিরে এই আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম হোসেনকে উদ্ধৃত করে লিখেছে যে তিনি সংবাদমাধ্যমে ‘সৎ প্রতিবেদনের’ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘‘সৎ প্রতিবেদন না হলে দেশ রসাতলে যায়।’’ সেই সঙ্গে দেশছাড়া শেখ হাসিনার অনুগামীদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘আমরা কোনও রাজনীতিবিদ তৈরি করিনি। এমন চাটুকার তৈরি করেছি মানুষ মরে যাওয়ার পরও বলছে ‘সব ঠিক আছে’।’’
সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় একাধিক জায়গায় বড় প্রতিবাদ হয়েছে। সমাজের বিভিন্ন অংশই প্রতিবাদে শামিল হয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি করছেন। প্রশাসনিক স্তর তেকে পালটা যুক্তি দিয়ে বলা হয়েছে, সংখ্যালঘু বেছে আক্রমণ হয়নি। রাজনৈতিক কারণে হাসিনার দল আওয়ামি লিগের সমর্থক এবং নেতাদের ওপর আক্রমণ হয়েছে।’’ এমনও বলা হয়েছে যে বিভিন্ন ঘটনা ঘিরে গুজব ছড়ানো হয়েছে।
এই বক্তব্য যদিও দেশেরই বহু অংশ সমর্থন করছে না। সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিচারে ট্রাইবুনাল, ক্ষতিপূরণ, সুরক্ষার বিশেষ আইনের মতো ৮ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞার হুমকির সঙ্গে সংখ্যালঘুদের ওপর আক্রমণ সংক্রান্ত প্রতিবেদনের সম্পর্ক থাকতে পারে মনে করছে বিভিন্ন অংশ।
প্রশাসন রবিবার জানিয়েছে যে সোমবার থেকে পণ্যবাহী ট্রেন চলাচল চালু হবে। যাত্রীবাহী ট্রেন চালানো হবে বুধবার থেকে। তবে বৃহস্পতিবার থেকে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক করা হবে। আরও জানানো হয়েছে যে দেশের বেশিরভাগ থানার কাজ পুরোদমে চালু হবে সোমবার থেকে। হাসিনা বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশের বহু থানায় হামলা হয়। রবিবার রাতে কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা করেছে পুলিশ কর্মচারী সংগঠন।
BANGLADESH MEDIA RESTRICTION
সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞার আশঙ্কা বাংলাদেশে
×
Comments :0